শিরোনাম
◈ নির্বাচনে ঋণখেলাপিরা অংশ নিতে পারবেন না: অর্থ উপদেষ্টা ◈ জনগণই নির্ধারণ করবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে : নিপুণ রায় ◈ জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না ◈ চানখাঁরপুলে ৬ হত্যা: ‘পুলিশের পোশাক পরা লোকদের হিন্দিতে কথা বলতে শুনি’ ◈ আপনারে কে এখানে বসাইছে, তার কইলজা খুলিহালাইম, আপনার কইলজাও খুলমু: : কুমিল্লায় বিএনপি নেতার হুমকি ◈ ১১৭ দেশে এই প্রথম নজিরবিহীন তল্লাশি, এস আলম গ্রুপের ৪৭০ ‘শ্যাডো’ কোম্পানিতে লুকানো ২ লাখ কোটি টাকা ◈ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব দেয়ার জন্য স্বচ্ছ ও নিরপেক্ষ পুলিশ কর্মকর্তার খোঁজে হিমশিম পুলিশ প্রশাসন ◈ বাংলা‌দে‌শে ইহুদিবিদ্বেষী মন্তব্য, নিরাপত্তা বাহিনীর নির্যাতনসহ যেসব বিষয় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে ◈ ঢাকার উদ্দেশে মালয়েশিয়া ছেড়েছেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৫, ০১:১৫ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামিনে বের হয়ে ফের গ্রেফতার শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোতা

আইরিন হক, বেনাপোল (যশোর): যশোর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হয়ে ফের গ্রেফতার  হয়েছেন শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবীর উদ্দীন তোতা। 

সোমবার(১২ আগস্ট) দুপুরে তাকে যশোরের চাঁচড়া এলাকা থেকে তাকে আরেকটি মামলায় গ্রেফতার করে পুলিশ। তবে স্বজনদের দাবি, জেলগেট থেকেই তাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পুলিশ জানায়, পরে মঙ্গলবার শার্শার ব্যবসায়ী রিজাউল ইসলাম বাদী হয়ে তোতাসহ সাত জনের বিরুদ্ধে শার্শা থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন। ওই মামলায় মঙ্গলবার দুপুরে তোতাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।যশোরী খাবার

এ মামলার অন্য আসামিরা হলেন, শার্শার টিএন্ডটি অফিস এলাকার আসাদুজ্জামান আসাদ, উত্তর বুরুজ বাগানের সোহরাব হোসেন, জাকির হোসেন, শ্যামলাগাছির শফিকুল ইসলাম মন্টু ও রফিকুল ইসলাম, চটকাপোতা গ্রামের তোতা ওরফে চাকমা তোতা।

মামলায় বাদী উল্লেখ করেন, তার শার্শা বাজারে দোকান রয়েছে। ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি দুপুরে চেয়ারম্যান তোতার নেতৃত্বে অন্যান্য আসামিরা বাদীসহ আরও কয়েকজন ব্যবসায়ীকে আওয়ামী লীগের অফিসের সামনে ডেকে এনে বলেন, বাজারে ব্যবসা করতে হলে প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে চাঁদা দিতে হবে।

অন্যথায় ব্যবসা করতে দেওয়া হবে না। বাধ্য হয়ে বাদী তিন লাখ টাকা, মুদি দোকানদার লিটন শেখ দেড় লাখ টাকা, ব্যবসায়ী জামাল উদ্দিন চার লাখ, শরীফ দেড় লাখ, ইব্রাহিম এক লাখ, আইনাল এক লাখ ৮৫ হাজার টাকা এভাবে সর্বমোট ১৩ লাখ ৭৫ হাজার টাকা চাঁদা দেন তোতাকে। তবে সে সময় আসামিদের ভয়ে বাদী প্রতিবাদ করতে পারেননি। পরিস্থিতি অনুকূল হওয়ায় তিনি শার্শা থানায় মামলা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়