শিরোনাম
◈ টাকা ছাপাতে বছরে ব্যয় ২০ হাজার কোটি: ক্যাশলেস লেনদেনে জোর দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ কানাডায় ভারতীয় গ্যাং লরেন্স বিষ্ণোই চক্রের ভয়ংকর তৎপরতা:, সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি ◈ বিজ্ঞানীদের দাবি ২০৫০ সালের মধ্যে মানুষের আয়ু হবে ১,০০০ বছর! ◈ লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দেবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ উদ্বোধনের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ দেশে ভোটার ১২ কোটি ৬১ লাখ, খসড়া তালিকায় নতুন যুক্ত ৪৫ লাখ ◈ জিরো রিটার্নধারীদের সতর্ক করলো এনবিআর, ভুল তথ্যে হবে শাস্তি ◈ যে ঘটনার কারণে রুশনারা আলী মন্ত্রিত্ব হারালেন! ◈ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ, দুর্ভোগে উত্তরাঞ্চলের মানুষ ◈ কক্সবাজারে মিথ্যা অপহরণ নাটকের মূলহোতা আটক করেছে ট্যুরিস্ট পুলিশ

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৫, ০৫:১৫ বিকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের ইতিহাসে প্রথম লক্ষ্মীপুরে প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরি কর্ণার উদ্বোধন 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : দেশের ইতিহাসে প্রথমবারের মত লক্ষ্মীপুরে প্রায় ৩শ' সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরি কর্ণার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।

‎লক্ষ্মীপুর জেলায় ৭৩২ টি স্কুলে পর্যায়ক্রয়ে বই কর্নার করা হবে বলে ঘোষনা দেওয়া হয়। আজ ২৯২ টি প্রাথমিক বিদ্যালয়ে ১০৪ টি করে শিশুতোষ বই প্রদান করা হয় বলে জানান জেলা প্রশসাক রাজীব কুমার সরকার।

‎ব্যতিক্রমী এই উদ্যোগের মাধ্যমে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বই পড়ার সংস্কৃতিকে নতুন করে উৎসাহিত করার চেষ্টা করেছেন। এছাড়া ‎শিশুদের মোবাইল আসক্তি কমাতে ও বই পড়ার প্রতি আগ্রহি করে গড়ে তুলতে এই লাইব্রেরী কর্মসূচি গ্রহন করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেন, বিশ্বকে জানার জন্য লাইব্রেরিতে যাওয়া প্রয়োজন। আমাদের বর্তমান প্রজন্ম লাইব্রেরি বিমুখ। তাদের লাইব্রেরি মুখী করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরী কর্ণার স্থাপন একটি ভালো উদ্যোগ। এতে জ্ঞানের আলো লক্ষ্মীপুর থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া আক্তার লাকী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।

এ সময় জেলা ও উপজেলা প্রসাশনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়