শিরোনাম
◈ উত্তরায় বিমান বিধ্বস্ত: দগ্ধদের সেবায় ডা. তাসনিম জারার ৭ পরামর্শ ◈ 'উত্তরা মাইলস্টোন কলেজ তৈরি করার সময় বাধা দেওয়া হয়েছিল' (ভিডিও) ◈ দগ্ধ শরীরে শিশুদের বাঁচানোর চেষ্টা করা সেই শিক্ষিকার মৃত্যু ◈ রক্তের জন্য মাইকিং : বার্ন ইউনিটে কান্নায় ভারী পরিবেশ, স্বজনদের আহাজারি ◈ পোড়া বাচ্চাটি দৌড়াচ্ছে সবাই ভিডিও করছে কিন্তু ধরছে না! ◈ শাসক পাল্টিয়েছে, কিন্তু শাসনের চরিত্র বোধহয় পাল্টায়নি: তারেক রহমান ◈ আমার বলার কোনো ভাষা নেই, আগুনে পুড়ে যাওয়া শিশুদের মা-বাবাকে আমরা কী জবাব দেব: ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ◈ পাইলট বিমানটি ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর ◈ মা, আমার সব জ্বলে’ — স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ ইউশা ◈ সাগারিকার এক হালিতে বিধ্বস্ত নেপাল, সাফে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৫, ০১:২২ রাত
আপডেট : ২১ জুলাই, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ দেখে নদী লাফ, তরুন নিখোঁজ

নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে পুলিশ দেখে নদী লাফ দিয়ে শান্ত রায়(১৪) নামে এক তরুন নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। তাকে উদ্ধার অভিযান শুরু করেছে ডুবুরি দল।

রোববার (২০ জুলাই) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের মেঘারাম গ্রামের ছয়মাতার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তাকে উদ্ধারে রাত ৮ টার দিকে নদীতে উদ্ধার অভিযান শুরু করে ডুবুরি দল। নিখোঁজ তরুন শান্ত রায় পাশ্ববর্তি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমন্ডল গ্রামের বিনদ চন্দ্র বর্মনের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার গোড়কমন্ডল থেকে মোটর সাইকেলের সিটে গাজা ফিটিং করে একটি চক্র মাদক পাচার করে লালমনিরহাটের দিকে আসতেছে। এমন একটি গোপন খবরে অভিযান চালায় লালমনিরহাট জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের একটি দল। সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের মেঘারাম গ্রামে ধরলা নদীর ছয়মাতার ঘাট নামক একটি নৌ ঘাটে অবস্থান নেয় ডিবি পুলিশ। দুপুরে নৌকা ঘাটে পৌছামাত্র ডিবি পুলিশ মোটর সাইকেলসহ অমল চন্দ্র নামে এক মাদক বিক্রেতাকে আটক করে চার কেজি গাঁজা উদ্ধার করে। 

এ সময় পুলিশী ঝামেলা এড়াতে শান্ত রায় নৌকা থেকে ধরলা  নদীতে লাফ দিয়ে কিছু দুর সামনে উচু স্থানে অবস্থান নেয়।পরে পুলিশ সেখানে ধাওয়া দেয়ার চেষ্টা করলে পুনরায় নদীতে লাফ দেয় শান্ত রায়। এরপর থেকে কোন খোঁজ মেলেনি ওই  তরুনের। দিনভর অনেক খোঁজা খোঁজির করেও তার সন্ধান মেলাতে না পেয়ে সন্ধ্যায় নদীতে উদ্ধার অভিযান শুরু করে লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।

নিখোঁজ শান্ত রায়ের ভাই স্বপন রায় বলেন, শান্ত মামার বাড়ি লালমনিরহাট ভাটিবাড়ি যেতে নৌকায় উঠে। সেই নৌকায় পুলিশের হাতে গাঁজাসহ আটক হয় আমাদের প্রতিবেশী অমল। এটা দেখে ভয়ে সে নদীতে লাফ দিয়ে পাশে উচু স্থানে দাড়ায় এবং একজন নারীর সহায়তা নিতে চেষ্টা করে। পরে পুলিশ তাকে ভয়ভিতি দেখিয়ে ধাওয়া দিলে সে পুনরায় লাফ দিয়ে দুপুরে নিখোঁজ হলেও সন্ধ্যা অবধি কোন খোঁজ মেলেনি।

লালমনিরহাট গোয়েন্দা (ডিবি) থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, আমাদের হাতে আটকের আগেই একজন শান্ত নামে অপর একজন মাদক বিক্রেতা পালিয়েছে। আমরা তাকে ধাওয়া দেই নি। কেন সে পালিয়েছে তা জানা নেই। তবে আটক ব্যাক্তির তথ্যমতে পলাতক শান্তও তার সঙ্গী ছিল।

লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, ঘটনা তদন্তে তাৎক্ষণিক অতিরিক্ত পুলিশ সুপারকে ঘটনাস্থলে  পাঠানো হয়েছে। তদন্ত করে পরে জানানো হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়