শিরোনাম
◈ মার্কিন পাল্টা শুল্ক: সংকট মোকাবিলায় বাংলাদেশের বহুমুখী তৎপরতা ◈ ১ ঘণ্টার ব্যবধানে মোহাম্মদপুরে দুই খু.ন ◈ কোনো দলকে নিষিদ্ধ করা বা তার কার্যক্রম বন্ধ করে দেওয়া মানুষের মন থেকে তার উপস্থিতি মুছে ফেলে না: মাসুদ কামাল (ভিডিও) ◈ গোপালগঞ্জে আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত ◈ গোপালগঞ্জে হামলার প্রতিবাদে এনসিপির সারা দেশে সমাবেশের ঘোষণা, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ◈ মে‌হেদীর ঘুর্ণীর পর তান‌জিদ ঝ‌ড়ে শ্রীলঙ্কার বিরু‌দ্ধে টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ জিতলো বাংলাদেশ ◈ রাজধানীর আদাবরে ডিশ ব্যবসায়ীকে গুলি করে হত্যা ◈ এবার চার উপদেষ্টার গাড়িবহর আটকালেন এনসিপির নেতা-কর্মীরা ◈ জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: আসিফ মাহমুদ ◈ কুমিল্লায় নিজ ঘর থেকে নারী‌র রক্তাক্ত লাশ উদ্ধার

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৫, ০৮:২৬ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে  টায়ারে আগুন জ্বালিয়ে  সড়ক অবরোধ

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর : গোপালগঞ্জ জেলায় এনসিপির পদ যাত্রায় কেন্দ্রীয় নেতাকর্মীদের উপর আওয়ামী দোসরদের হামলার ঘটনার তীব্র নিন্দা ও  প্রতিবাদ জানিয়ে এনসিপির ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নেতাকর্মীরা ভাঙ্গা-মাওয়া মহাসড়কের এক্সপ্রেসওয়ে রোডে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে। 

বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে চারটার সময় ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এনসিপির ভাঙ্গা উপজেলার প্রধান সমম্বয়ক মো. আশরাফ এর নেতৃত্বে সড়ক অবরোধ কর্মসূচি পালন করে স্থানীয় নেতাকর্মীরা।

ইনকিলাব জিন্দাবাদ, আওয়ামী লীগের মুজিববাদ, মুর্দাবাদ শ্লোগান ধ্বনির মধ্য দিয়ে এনসিপি নেতাকর্মীদের সড়ক অবরোধ কর্মসূচি পালনকালে ভাঙ্গা মাওয়া ও ফরিদপুর বরিশাল মহাসড়কের দূরপাল্লার যাত্রীবাহী বাস, ট্রাকসহ সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ যায়। রাস্তার দু’ধারে শত শত যানবাহন আটকে পড়ায় চরম দুর্ভোগের মুখে পড়ে ঘরমুখো মানুষ। 

এ সময় ভাঙ্গা উপজেলা প্রসাশন ও পুলিশ প্রশাসন ও হাইওয়ে থানার সমন্বয়ে এনসিপির সমন্বয়ক ও তাদের নেতাকর্মীদের সাথে অবরোধ কর্মসূচি তুলে নেওয়ার বিষয়ে আলোচনা শেষে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এনসিপির ভাঙ্গা উপজেলা সমম্বয়ক মো. আশরাফ হোসেন ও এনসিপির নেতাকর্মীরা সড়ক অবরোধ তুলে নেয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান জানান, বিকেল সাড়ে চারটা থেকে নাগরিক কমিটির উদ্যোগে ভাঙ্গার নেতাকর্মীরা হাইওয়ে এক্সপ্রেসের শুরুতে অবরোধ করে। অবরোধের কারণে সব ধরনের যানবাহন দুই পাশে জড়ো হয়ে ওঠে। তবে বিশেষ ব্যবস্থায় অ্যাম্বুলেন্স গাড়ী গুলো পাড় করা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান,  সড়ক অবরোধ চলাকালীন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভাঙ্গা থানার অতিরিক্ত পুলিশ সুপারের দিকনির্দেশনায় পুলিশ সদস্যরা সজাগ ছিল বিধায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে এনসিপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে সড়ক অবরোধ কর্মসূচি তারা তুলে নিলে পুনরায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে ওঠে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়