নিনা আফরিন ,পটুয়াখালী : পটুয়াখালীর কুয়াকাটায় ইয়াবা এবং ইয়াবা তৈরির সরঞ্জাম ক্রিস্টাল আইসসহ চার যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে কুয়াকাটা প্রেসক্লাবের হল রুমে এক প্রেস ব্রিফিংয়ে পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ হামিমুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন: রাসেল মল্লিক (৩২), পিতা: মতিন মল্লিক; আব্দুর রহমান (৩০), পিতা: নুরুল হক; রাকিব (২৯); এবং মেহেদী হাসান (২৫)। তারা প্রত্যেকেই মহিপুর থানার বিভিন্ন এলাকার বাসিন্দা। আটককৃতদের মধ্যে রাকিব কুয়াকাটার একটি আবাসিক হোটেলের বয় হিসেবে কাজ করত।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। অভিযানে ৭৩ পিস ইয়াবা এবং ৮ গ্রাম ইয়াবার কাঁচামাল ক্রিস্টাল আইস উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার যুবককে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ বিশ হাজার টাকা। এ ঘটনায় মহিপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক জানান, বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটায় এই চক্রটি পর্যটকদের টার্গেট করে বিভিন্ন সময় মাদক সরবরাহ করত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।