শিরোনাম
◈ ট্রাম্পের ৫ দিনের আলটিমেটাম: বাণিজ্য চুক্তি না হলে ৭০% শুল্কারোপের হুঁশিয়ারি ◈ আওয়ামী লীগ কার্যালয় পরিণত ‘ভুতুড়ে ভবনে’: গুলিস্তানে পরিত্যক্ত ভবনে মলমূত্রের দুর্গন্ধ, মাদক-জুয়ার আড্ডার অভিযোগ ◈ কোরিয়ায় 'লাভবাগ' আতঙ্ক: পোকার আক্রমণে নাজেহাল রাজধানী ◈ যা ঘটেছিল সেদিন, বর্ণনা দিলেন সেই এইচএসসি পরীক্ষার্থী ◈ পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ব্লকেড, পুলিশের সঙ্গে হাতাহাতি ◈ বাংলাদেশে ধর্ষণ নিয়ে উদ্বেগ বাড়ছে, প্রশ্নের মুখে রাষ্ট্রের ভূমিকা ◈ সরকারি চাকরিতে আসছে বড় পরিবর্তন ◈ বাংলা‌দে‌শে রাজ‌নৈ‌তিক অ‌স্থিরতার ধু‌য়ো তু‌লে আগ‌স্টে সফ‌রে আস‌ছে না ভারতীয় ক্রিকেট দল ◈ একযোগে ১৫ নেতাকে অব্যাহতি দিল ছাত্রদল ◈ পাকিস্তান চীনের ‘জীবন্ত পরীক্ষাগার’, ৮১% সামরিক সরঞ্জাম চীনা: দাবি ভারতের জেনারেল রাহুল সিংয়ের

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৫, ১১:১৯ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদনগরের সেই নারী এবার ছাড়লেন বাড়ি

কুমিল্লার মুরাদনগরে পাশবিক নির্যাতনের শিকার সেই নারী বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ফিরে গেছেন। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান মঙ্গলবার (০১ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ‘ট্রমা কাটাতে তিনি শ্বশুরবাড়িতে ফিরে গেছেন। বৃহস্পতিবার রাতে বাবার বাড়িতে বেড়াতে এসে তিনি পাশবিকতার শিকার হন।’

স্থানীয়রা জানান, প্রতিদিন মানুষ ওই নারীর বাবার বাড়িতে ভিড় করছেন। সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও ইউটিউবারদের সাক্ষাৎকার দিতে দিতে তাদের পরিবার বিরক্ত হয়ে উঠেছেন। পাশবিক নির্যাতনের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে তাদের খোলামেলা কথা বলতে হচ্ছে। তাই ছোট দুই শিশুসহ তিনি মঙ্গলবার সকালের পর হোমনা উপজেলার শ্বশুরবাড়িতে ফিরে গেছেন। তার মা-বাবাসহ পরিবারের অন্যরাও অন্যত্র সরে গেছেন। বিব্রতকর পরিস্থিতি সামলাতেই তারা এমন ব্যবস্থা নিয়েছেন।

স্থানীয়রা আরও জানান, যারা ঘটনা ঘটিয়েছেন তারাও একই গ্রামের প্রতিবেশী। তাই পুরো পাঁচকিত্তা গ্রামজুড়েই একই আলোচনা। ৫ দিনে এসব নিয়ে একঘেয়েমি এসেছে।

এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান ও স্থানীয় সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ মঙ্গলবার ভুক্তভোগী নারীর বাড়িতে যান। পরে কায়কোবাদ ভুক্তভোগী পরিবারটির পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন ও বিচার দাবি করেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ‘ওই নারী তার শ্বশুরবাড়ি যাবেন এমনটাই জানি। এটি তার ব্যক্তিগত ব্যাপার। তিনি বা তার পরিবার কোনো নিরাপত্তার চাননি। দরকার আছে কিনাও বলেননি। আমরা খোঁজখবর রাখছি। আসামিদের ধরতে ডিবি ও থানা পুলিশ অভিযানে আছে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়