মোরেলগঞ্জে কৃষকের জমি দখল জোরপূর্বক ভেকু মেশিন দিয়ে রাস্তা নির্মাণ
এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে এক বৃদ্ধ কৃষকের ফসলী জমি দখল করে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে রাস্তা নির্মান করেছে প্রভাবশালী একটি মহল। এ ঘটনায় মঙ্গলবার ভূক্তভোগী কৃষক শুশান্ত মন্ডল বাদি হয়ে আশিষ মন্ডল ও তার ভাই দেবাষীশ মন্ডলের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়েরে করেছেন।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলা জিউধরা ইউনিয়নের বড়লক্ষীখালি গ্রামে ঘটনারদিন শনিবার সকালে শুশান্ত মন্ডল (৫৫) নামের এক বৃদ্ধ কৃষকের মৎস্য ঘের ও ফসলী জমির জোরপূর্বক মাটি কেটে পারিবারিক রাস্তা নির্মাণ করেছে একই গ্রামের অমূল্য মন্ডলের ছেলে আশীষ মন্ডল ও তার ভাই দেবাশীষ মন্ডলসহ ১২/১৩ জন বহিরাগত লোকজন নিয়ে। এ সময় হামলাকারিরা ওই কৃষকের মৎস্য ঘেরে ভেড়ি কেটে দিয়ে অর্ধলক্ষ টাকার ক্ষতি স্বাধন করেছে বলে ভূক্তভোগী কৃষকের পরিবার জানান।
ক্ষতিগ্রস্ত কৃষক শুশান্ত মন্ডল ও তার স্ত্রী মিতালী মন্ডল বলেন, বাপ দাদার সম্পত্তিতে ৬০ বছর ভোগ দখল করছি। প্রতিবেশী আশীষ মন্ডল বহিরাগত লোকজন নিয়ে এসে আমার জমির মাটি কেটে পারিবারিক রাস্তা করছে। এদিকে স্থানীয় বিপুল ¤œডল, বিপ্রদিপ মন্ডল, পরমানন্দমন্ডল, সন্ধ্যা রানীসহ গ্রামবাসিরা বলেন, একটি পরিবারের কাছে ১০টি পরিবারকে জিম্মি হয়ে পড়েছি আমরা। ছোট খাটো বিষয় হলেই বহিরাগত লোকজন নিয়ে এসে আমাদেরকে হুমকি দেয়। এ ঘটনায় প্রশাসনের প্রতি ন্যায় বিচার চাই।
এ বিষয়ে আশিষ মন্ডল বলেন, তারা একই বংসের লোক দাদার ওয়ারশিষ হিসেবে প্রাপ্ত জমি থেকে মাটি কেটে চলাচলের জন্য রাস্তা করা হয়েছে।
এ সর্র্ম্পকে মোরেলগঞ্জ থানা ওসি মো. মতলুবর রহমান বলেন, জিউধরা কৃষকের মাটি কাটা বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তাৎক্ষনিক পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক দেখা হচ্ছে।