শিরোনাম
◈ বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক ঘাঁটি নির্মাণে চীনের আগ্রহ: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন ◈ অন্তর্বর্তী সরকারের সংকট কাটলো নাকি নতুন চ্যালেঞ্জ তৈরি হলো ◈ ঈদুল আজহার ছুটিতে যে তিন দিন ব্যাংক খোলা থাকবে ◈ কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত ◈ ক্রিকেট ধারাভাষ্য দিয়ে ম্যাচ প্রতি কত আয় ক‌রেন তারা? ◈ সি‌রিজ খেল‌তে পাকিস্তানে পৌঁছেছে বাংলা‌দেশ দ‌লের একাংশ ◈ ‌রেকর্ড, সাকিবকে টপকে গে‌লেন মুস্তা‌ফিজ ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ যেভাবে দেশ ছেড়েছেন ◈ ইশরাককে শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলনে অনড় কর্মীরা, বন্ধ নগর ভবন (ভিডিও) ◈ পছন্দ হয়নি শিরোনাম : সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা কৃবি প্রশাসনের

প্রকাশিত : ২৩ মে, ২০২৫, ০৮:২১ রাত
আপডেট : ২৪ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভয়নগরে কৃষক দল নেতা হত্যা, পুলিশ হেফাজতে ২ জন

শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম (৫০) হত্যার ঘটনায় দুই যুবককে হেফাজতে নিয়েছে অভয়নগর থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) গভীর রাতে সুন্দলী ইউনিয়নের ডহর মশিহাটী এলাকা থেকে তাদের থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা যায়।

 ২২ মে বৃহস্পতিবার সন্ধ্যায় সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটী এলাকার বারিধা গ্রামে পিন্টু বিশ্বাসের বাড়িতে মাছের ঘের সংক্রান্ত শালিস বৈঠকে বিরোধ হলে সেখানে উপস্থিত থাকা দুর্বত্তরা  তাকে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। এবং ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। ঐদিন রাত ৮ টার দিকে তার  মরদেহ উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসীর সুত্রে জানা যায়, মাছের ঘের নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর রাতে বারিধা এলাকার বেশ কিছু বাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। নিহত তরিকুল ইসলাম উপজেলার ধোপাদী গ্রামের মৃত ইব্রাহিম সরদারের ছেলে। ময়নাতদন্ত শেষে ২৩ মে শুক্রবার বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আব্দুল আলীম  বলেন, ‘সন্দেহভাজন দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় জানানো সম্ভব হচ্ছে না। ডহর মশিয়াহাটী গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তরিকুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়