শিরোনাম
◈ ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করলো সরকার ◈ রাজধানীতে ৯ স্থানে সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা ◈ বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন উপদেষ্টা আসিফ নজরুল (ভিডিও) ◈ উপদেষ্টা মাহফুজের মাথায় কিভাবে বোতল পড়ল, যা বললেন সেই শিক্ষাথী ◈ জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কল্যাণে আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন ◈ টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা, বাংলা‌দেশ পা‌বে ৮ কো‌টি ৭৫ লাখ টাকা ◈ ভারতে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী পুশ-ইন,  কুড়িগ্রামে আটক ৫ ◈ চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সুনির্দিষ্ট রূপ দিতে চায় কমিশন : অধ্যাপক আলী রীয়াজ  ◈ পূর্ণ দিবস ধর্মঘট ঘোষণা, ঢাবির একাডেমিক-প্রশাসনিক ভবনে তালা ◈ মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম না কমালে কঠোর হবে সরকার: ফয়েজ আহমদ

প্রকাশিত : ১৫ মে, ২০২৫, ১০:৩৭ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে ২২ মামলার আসামি মামুনসহ গ্রেফতার ২

মোশায়ারা আক্তার জলি, দাউদকান্দি(কুমিল্লা)প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে যৌথবাহিনী অভিযান চালিয়ে ২২টি মামলার আসামি মামুন সম্রাট  ও তার সহযোগী আব্দুল কাদেরকে আটক করেছে যৌথবাহিনী।
    
মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১০টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের ভুলিরপাড় গ্রামের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে মামুন স¤্রাট ও তার সহযোগী আব্দুল কাদেরকে আটক করে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি টিম ও দাউদকান্দি মডেল থানা পুলিশ।এ সময় মামুন সম্রাট  কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।তার সহযোগী আব্দুল কাদেরকেও আটক করেছে যৌথবাহিনী।
    
আটককৃত মামুন সম্রাট কুমিল্লার তিতাস উপজেলার ষোলাকান্দি গ্রামের মকবুল মেম্বারের ছেলে।অপর আটককৃত ব্যক্তি আব্দুল কাদের ভোলা জেলার বাসিন্দা হলেও বর্তমানে উপজেলার গৌরীপুর এলাকায় বসবাস করেছিলেন।       
    
পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা জানান,শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট মামুনের বিরুদ্ধে হত্যা,ডাকাতি,মাদক ও অপহরণসহ মোট ২২ টি মামলা রয়েছে থানায়।সে দিনের বেলা মানুষ অপহরণ কওে মুক্তিপণ আদায় করতেন। এছাড়াও তিনি প্রকাশ্যে ইয়াবা,ফেনসিডিল ও বিদেশী মদ বিক্রি করতেন এবং একটি কিশোর গ্যাং পরিচালনা করতেন বলে জানা গেছে।
    
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মামুনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অপহরণসহ থানায় মোট ২২টি মামলা রয়েছে।মামুন ও তার সহযোগীর বিরুদ্ধে আইনিপ্রক্রিয়া শেষে বুধবার (১৪ মে) দুপুরে আটক দুই জনকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়