তপু সরকার হারুন : শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৭ মে বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ওই অভিযান পরিচালনা করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ।
শ্রীবরদী উপজেলার পাহাড়ি সীমান্ত এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী পাহাড় ও নদী ক্ষতিগ্রস্ত করে অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে বাবেলাকোণা, হারিয়াকোণা, গফুরের টিলা, মারিংপাড়া ও জিরো পয়েন্ট এলাকায় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৩৩টি মাচা, পাইপসহ অন্যান্য সরঞ্জাম এবং একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, গত ৮ এপ্রিল জেলা প্রশাসক প্রজ্ঞাপন জারি করে শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় বালু মহাল ইজারা বন্ধ ঘোষণা করেছেন। সে অনুযায়ী এসব এলাকায় বৈধ-অবৈধ কোনোভাবেই বালু উত্তোলনের সুযোগ নেই।