শিরোনাম
◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান ◈ পাকিস্তানের পাল্টা হামলায় কাশ্মীরজুড়ে ব্ল্যাকআউট, সাইরেন, দাবি ভারতের ◈ পিএসএল  খেল‌তে যাওয়া রানা ও রিশাদকে পা‌কিস্তান থে‌কে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ বিসিবির

প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ০৬:৩৩ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের ছেলে বিয়ে করলো ভোলার মেয়ে নাবিয়াকে

ফরহাদ হোসেন, ভোলা : ইউচ্যাটে বন্ধুত্বের সম্পর্ক। ভোলায় এসে কলেজ পড়ুয়া বন্ধুর বোনকে বিয়ে করলেন চীনা যুবক ইরিছা চং। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ১০ লাখ টাকা কাবিনে চীনা এ যুবকের সঙ্গে বিয়ে হয় সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্রপ্রসাদ গ্রামের ইলিয়াস হাওলাদারের মেয়ে নাবিয়া আক্তারের।

প্রায় দুই বছর আগে ভেলুমিয়ার ইলিয়াস হাওলাদারের ছেলে রনির সাথে ইউ চ্যাটের মাধ্যমে পরিচয় হয় চীনা যুবক ইরিছা চং এর সঙ্গে । এরপর প্রায়ই তাদের কথা হতো। একপর্যায়ে গত ১১ এপ্রিল চীন থেকে বাংলাদেশের ভোলায় আসেন ২৫ বছর বয়সী চীনা এই যুবক। এরপর প্রায় এক মাসের মতো বন্ধু রনির বাড়িতে থাকেন তিনি। একপর্যায়ে বন্ধুর ছোট বোন কলেজ পড়ুয়া শিক্ষার্থী নাবিয়া আক্তারকে পছন্দ করে ফেলেন তিনি, দেন বিয়ের প্রস্তাবও।

প্রথমে মেয়েটির পরিবার বিয়েতে রাজি না হলেও পরবর্তীতে উভয় পরিবারের সম্মতিক্রমে চীনা এই যুবকের সাথে বিয়ের সম্মতি প্রকাশ করেন তারা। অবশেষে গতন৫ মে রাতে ১০ লাখ টাকা কাবিনে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে নাবিয়াকে বিয়ে করেন চীনা যুবক ইরিছা চং। এই বিয়েতে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। দূর-দূরান্ত থেকে চীনা এই যুবককে এক নজর দেখতে ছুঁটে আসেন হাজারো মানুষ। কোনো বিশ্রাম নেই এই যুবকের। মানুষের ভিরে রান্না বান্নায়ও সময় দিতে পারছেনা ইলিয়াছ পরিবারটি। এক পর্যায়ে মানুষ থেকে নিজেকে আড়াল করতে ওই চায়না যুবক মোটরসাইকেল যোগে এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নিতে দেখা গিয়েছে।

মেয়ের পরিবার সূত্রে জানা যায়, ইরিছা চং একজন মুসলিম পরিবারের সন্তান। চীনের লানজু শহরে তার জন্ম। তার বাবার নাম মেছউধা। দুই ভাই এবং এক বোনের মধ্যে ইরিছা দ্বিতীয়। তিনি লানজু শহরের একটি মাদরাসায় পড়াশোনা করেন বলে জানা যায়। এদিকে নাবিয়া স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী। নাবিয়া এক ভাই ও দুই বোনের মধ্যে দ্বিতীয়।

নাবিয়ার ভাই রনি জানান, ইউচ্যাটের মাধ্যমে চীনা এই যুবকের সঙ্গে তার প্রথম পরিচয় হয়। পরে তিনি বাংলাদেশে আসার জন্য আগ্রহ প্রকাশ করেন। একপর্যায়ে ১১ এপ্রিল তিনি চীন থেকে বাংলাদেশে আসেন। এক মাসের মতো তাদের বাড়িতে থাকেন। এক পর্যায়ে তার ছোট বোন নাবিয়াকে তিনি পছন্দ করে ফেলেন। পরে নাবিয়াকে বিয়ে না করে চীনে ফিরবেন না বলে জানান তিনি।

নাবিয়ার বাবা ইলিয়াস হাওলাদার জানান, প্রথমে তারা কেউই এই বিয়েতে রাজি ছিলেন না। পরবর্তীতে কোনো উপায়ন্তর না পেয়ে খোঁজ খবর নিয়ে তারা নাবিয়াকে ইরিছার সঙ্গে বিয়ে দিয়েছেন। এতে সবাই খুশি। জামাই তাদের পছন্দ হয়েছে।

স্থানীয়রা জানান, ইরিছা নিয়মিত নামাজ পড়েন এবং তিনি মুসলিম। তাই বিদেশি এই যুবককে জামাই হিসেবে পেয়ে তারা খুশি। চীনা যুবককে বিয়ে করতে পেরে নাবিয়া আক্তারও খুশিতে আত্মহারা।

বাংলাদেশি মেয়েকে বিয়ে করতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছেন ইরিছা চং। তিনি বলেন, নাবিয়া এবং তার ভাইয়ের পাসপোর্টের কাগজপত্র ঠিকঠাক হলে আগামী এক সপ্তাহের মধ্যে তিনি তাদেরকে নিয়ে চীনের উদ্দেশে রওয়ানা হবেন। খুব দ্রুত চীনে যাওয়ার জন্য ইতিমধ্যে তিনি পাসপোর্টসহ আনুষঙ্গিক সব কাগজপত্র ঠিকঠাক করছেন।

বিদেশি কোনো ছেলে এই প্রথম দ্বীপের রাণী ভোলায় এসে গ্রামের একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করায় জেলা জুড়ে এখন সব বয়সী মানুষের মুখে মুখে শুধু ইরিছা চংয়ের নাম। তাকে এক নজর দেখতে ছুঁটে আসছেন হাজারো মানুষ।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ সাংবাদিকদের কে বলেন, চীনা যুবক ভোলায় এসে বিয়ে করেছেন, এ বিষয়টি তিনি জানেন না বলে জানান।
 
  • সর্বশেষ
  • জনপ্রিয়