শিরোনাম
◈ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে : ডিএমপি কমিশনার ◈ কে এই মাসুদ আজহার, কেন তার নাম ভারতের 'মোস্ট ওয়ান্টেড' তালিকায়? ◈ সতর্কতা রাজস্থান-পাঞ্জাবে, পুলিশের ছুটি বাতিল-প্রস্তুত মিসাইল ◈ মূল্যস্ফীতি কমছে: গভর্নর ◈ দিল্লিতে সর্বদলীয় বৈঠক, বিজেপি সরকারের প্রতি বিরোধীদের সমর্থন ◈ অ্যাম্বুলেন্সকে বাসের ধাক্কা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই পরিবারের নিহত ৪ (ভিডিও) ◈ আওয়ামী লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী ◈ গোপন বার্তা: উত্তেজনা বাড়াতে চায় না ভারত, দুই দেশের নিরাপত্তা উপদেষ্টাদের যোগাযোগ ◈ ভারত-পাকিস্তানের কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় রাতভর গোলাগুলি ◈ বাংলাদেশ-মিয়ানমার 'মানবিক করিডর' ইস্যুতে অবস্থান স্পষ্ট করলো চীন

প্রকাশিত : ০৭ মে, ২০২৫, ১০:৪৩ রাত
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে জামায়াত নেতাসহ তিনজনকে হাত-পা মুখ বেঁধে মোটরসাইকেল ছিনতাই

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে উপজেলা জামায়াতের সেক্রেটারি তার ছেলেসহ তিনজনকে মারপিট করে হাত-পা মুখ বেঁধে খাদে ফেলে রেখে দুইটি মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত আদমদীঘি উপজেলা নসরতপুর- বিহিগ্রাম সড়কের ধনতলা ব্রিজের নিকট এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

ছিনতাইকারির কবলে পড়া ব্যক্তিরা হলো, আদমদীঘি উপজেলা জামায়াতের সেক্রেটারি কুন্দগ্রাম ইউপির মটপুকুরিয়া গ্রামের মাও: গোলাম রব্বানী (৫৭), তার ছেলে মনিরুজ্জামান মারুফ (১৩) ও একই গ্রামের প্রবাসি রেজাউল ইসলামের ছেলে বকুল হোসেন (১৯)। এদের মধ্যে বকুল হোসেন গুরুতর অসুস্থ্য হয়েছেন।

আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওঃ গোলাম রব্বানী জানান, গত মঙ্গলবার রাতে তিনি ও তার ছেলে মনিরুজামান মারুফ দুপচাঁচিয়া সরদারপাড়া তার বড় ছেলের শ^শুড়ের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি মটপুকুরিয়া গ্রামে ফিরছিলেন। রাত সাড়ে ১০ টার দিকে আদমদীঘির নসরতপুর-বিহিগ্রাম সড়কের ধনতলা গ্রামে পুর্বে ব্রিজের নিকট সড়কে দড়ির ব্যাড়িকেট দিয়ে তাদের পথরোধ করে ৭ থেকে ৮ জনের একদল ছিনতাইকারি চাকুর ভয় দেখিয়ে তাদের মারপিট করে হাত-পা মুখ বেঁধে সড়কের পাশে খাদে ফেলে রেখে তার বাজাজ সিটি ১০০ সিসির একটি মোটরসাইকেল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ২৮ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এর আগে রাত সাড়ে ৮টায় ওই স্থানে একই গ্রামে প্রবাসি রেজাউল ইসলামের ছেলে বকুল হোসেনকে ছিনতাইকারিরা দড়ির ব্যারিকেট দিয়ে পথরোধ করে মারপিট, হাত-পা ও মুখ দড়ি দিয়ে বেঁধে খাদে ফেলে রেখে তার নিকট থেকে এইটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, আইফোন, বিদেশী ডলার ও ৫৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে তার মা বুলবুলি বেগম জানান। এদিকে রাত ১২ টা দিকে ছিনতাইকারির কবলে পড়া ব্যক্তিরা কৌশলে মুখ খুলে চিৎকার দিলে গ্রামবাসিরা এসে তাদের উদ্ধার করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি জানার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়