শিরোনাম
◈ পাকিস্তানের যে বিমান ভারতীয় জেনারেলদের ঘুম কেড়ে নিয়েছে! ◈ ভারতের আগ্রাসী আচরণ এবং উস্কানিমূলক বিবৃতি’! নিরাপত্তা পরিষদে নয়াদিল্লির বিরুদ্ধে নালিশ জানাচ্ছে পাকিস্তান ◈ স্প‌্যা‌নিশ লিগ, অ‌নেক ঘাম ফে‌লে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ পা‌কিস্তান সুপার লি‌গে রিশাদের দুর্দান্ত বোলিংয়ের পরও ম্যাচ হারল লাহোর ◈ ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে শহীদ হওয়া ৯৩ জনের তথ্য প্রকাশ করলো হেফাজত ◈ মুসলিমদের পক্ষে কথা বলায় ব্যাপক অপমানের শিকার স্বামী হারানো সেই হিমাংশী! ◈ গত ১৬ বছরেও ২০০ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়নি, অথচ মাত্র কয়েক মাসে ২৬৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, এটা কীভাবে সম্ভব: মাহফুজ আনাম ◈ বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে ১৬টি ব্যাটালিয়ন ও ২ হেডকোয়ার্টার করবে বিএসএফ ◈ বাজেট ২০২৫-২৬: আকার কমিয়ে মূল্যস্ফীতির লাগাম টানার চেষ্টা ◈ মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি চুক্তির সম্ভাবনা ইতালির সঙ্গে

প্রকাশিত : ০৪ মে, ২০২৫, ১০:১৪ রাত
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মির্জাগঞ্জে ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীর মির্জাগঞ্জের আন্দুয়া কলাগাছিয়া গ্রামে ইউপি সদস্য জাফর সিকদার এর বসত ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল জাফর সিকদারকে পিটিয়ে আহত ও তার পরিবারের সদস্যকে জিম্মি করে এবং ৮ বছরের শিশুর গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে ডাকাতি করেছে বলে জানা গেছে। 

শনিবার (৩ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া কলাগাছিয়া গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী জাফর সিকদার উপজেলার ২নং মির্জাগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

জাফর সিকদার জানান, শনিবার রাত  আনুমানিক ২টার দিকে ৭/৮ জনের ডাকাতদল বাসার দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে তাকে ও তার পরিবারের সদস্যকে জিম্মি করে হাত,পা ও মুখ বেঁধে ফেলে। এসময় তার শিশু সন্তানের গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে ঘরের আলমারী ভেঙে নগদ ২ লক্ষ ৮৫ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার ও চারটি মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতরা। 
জাফর সিকদার আরো জানান, ডাকাতরা মুখে কাপড় বাঁধা অবস্থায় ছিলো। তাই কাউকে চিনতে পারিনি।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদার বলেন, সংবাদ পেয়ে রাতেই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইউপি সদস্য জাফর সিকদারসহ পরিবারের অন্যান্য লোকদের সাথে কথা বলেছি। তাদেরকে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলেছি, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ##

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়