শিরোনাম
◈ ‘ভারত ফের হামলা না করলে দায়িত্বজ্ঞানহীন কোনো পদক্ষেপ নেবে না পাকিস্তান’ ◈ ঈদের আগের দুই শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা ◈ পুলিশের শীর্ষস্থানীয় ১৫ কর্মকর্তাকে বদলি ◈ ভারত থেকে এভাবে 'পুশ–ইন' সঠিক নয়: নিরাপত্তা উপদেষ্টা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ মার্কিন কৌশলগত স্বার্থের ক্ষতি করবে ◈ সোহান ও অঙ্কনের সেঞ্চুরি, নিউ‌জিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ এ’ দল ◈ ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত’ ◈ যে কারণে ভারত বনাম পাকিস্তান যুদ্ধ, যুক্তরাষ্ট্র বনাম চীন যুদ্ধও! ◈ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রস্তাব ইসলামী আন্দোলনের ◈ ভারত-পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত : ০৩ মে, ২০২৫, ০২:০৭ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরিরামপুরে ঝড়ে পড়া শিশুদের শিক্ষাদানের প্রকল্পে কোটি টাকার দুর্নীতি

শুভংকর পোদ্দার, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীনে বিদ্যালয়ের ঝড়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষাদানের প্রকল্পে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। শিক্ষকদের বেতন ও কেন্দ্রের ঘরভাড়া আত্মসাৎ, প্রয়োজনীয় উপকরণ না দিয়ে টাকা আত্মসাৎ, বন্ধ কেন্দ্রের নামে টাকা উত্তোলনসহ নানা অভিযোগ প্রকল্প বাস্তবায়নকারী এনজিও পিপলস অ্যাডভান্সমেন্ট সোস্যাল অ্যাসোসিয়েশন (পাশা) এর বিরুদ্ধে।

প্রকল্প সূত্রে জানা যায়, প্রাথমিক বিদ্যালয় থেকে ঝড়ে পড়া শিশুদের শিক্ষার আওতায় আনতে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন নামের প্রকল্পে প্রত্যেক কেন্দ্রে ৮-১৪ বছরের ২০-৩০ জন শিক্ষার্থীকে প্রতিদিন ৩ ঘন্টা করে সপ্তাহে ৬ দিন পাঠদান করার কথা ছিলো। ২০২১ সালের ১৫ ডিসেম্বর হরিরামপুর উপজেলায় ৬১টি শিখন কেন্দ্রের উদ্বোধন করা হয়।

প্রকল্পের কয়েকজন শিক্ষক, সুপারভাইজার, কেন্দ্রের ঘর মালিক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিটি কেন্দ্রের জন্য ফ্যান, লাইট, পানির জার, হাতলওয়ালা চেয়ার, ট্রাংক, বসার মাদুর, তথ্য চার্ট, রেজিস্টার খাতা, খেলার সামগ্রী, শিক্ষার্থীদের আইডি কার্ড ও টিচিং এইডস দেওয়ার কথা ছিলো। কিন্তু নিম্নমানের ফ্যান, লাইট, চেয়ার ও মাদুর, রেজিস্টার খাতা দেওয়া হলেও বাকিগুলো দেওয়া হয়নি৷ প্রতি মাসে শিক্ষার্থীদের জন্য তিনটি করে অনুশীলন খাতা, কলম, রংপেন্সিল ও চক দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে বছরে ২-৩ বার। শিক্ষক, অভিভাবক ও সিএমসি সভার জন্য বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করা হয়েছে৷ প্রতি শিক্ষার্থীর জন্য ১২০০ টাকা মূল্যের স্কুলব্যাগ দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে ৩০০-৪০০ টাকার নিম্নমানের ব্যাগ। জুতা দেওয়ার কথা বলা হলেও তা দেওয়া হয়নি। প্রতি শিক্ষার্থীর জন্য ১২০ টাকা মাসিক বৃত্তি থাকলেও তা পায়নি বেশিরভাগ শিক্ষার্থী। কেন্দ্র ভাড়া ১৫০০ টাকার মধ্যে ১২০০ টাকা করে দেওয়া হয়েছে। জেলার সহকারী পরিচালক মাতৃত্বকালীন ছুটিতে যাওয়াকালীন সময়ে সকল শিক্ষক ও সুপারভাইজারদের দুই মাসের বেতন কর্তন করা হয়। এছাড়া, পিকনিকের জন্য সকলের এক মাসের বেতন কর্তন করা হয়। এসব অনিয়ম-দুর্নীতিতে কোটি টাকা লুটে নিয়েছে পাশার নির্বাহী পরিচালক ফরিদ খান।

শালখাই নাসিরুদ্দিন প্রধানের বাড়ির শিক্ষক শারমিন বলেন, গতবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের ছয় মাসের বেতন ও ঘরভাড়া বাকি রয়েছে। পিকনিকের জন্য এক মাস এবং এর আগে দুই মাসের বেতন কেটে রাখা হয়েছে। প্রতিমাসে খাতা-কলমসহ অন্যান্য উপকরণ দেওয়ার কথা থাকলেও দেয়া হয়েছে বছরে ২-৩ বার। শিক্ষার্থীদের পরীক্ষার জন্য প্রশ্ন দেওয়ার কথা থাকলেও তা আমাদের টাকায় ফটোকপি করে নিতে হয়েছে৷ এসব কিছু আমরা না পেলেও পেয়েছি মর্মে আমাদের কাছে থেকে স্বাক্ষর নেওয়া হয়েছে।

গোপীনাথপুর চরপাড়া মালেকা বেগমের বাড়ি কেন্দ্রের শিক্ষক লায়া ফেরদৌস বকুল বলেন, মেয়াদ শেষ হলেও ছয় মাসের বেতন ও ঘরভাড়া এখনো পাইনি। কেন্দ্রের উপকরণ, খাতা-কলম, স্কুলড্রেস, ব্যাগ কথামতো দেওয়া না হলেও আমাদের কাছে থেকে প্রাপ্তি স্বাক্ষর নেওয়া হয়েছে।

নামপ্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক বলেন, সুপারভাইজার আব্দুর রহমান ও প্রোগ্রাম ম্যানেজার মুস্তাফিজুর রহমানের সহযোগিতায় পাশার নির্বাহী পরিচালক ফরিদ খান এই টাকা আত্মসাৎ করেছেন। 

সুপারভাইজার আব্দুর রহমানের মুঠোফোনে কল করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পরে তিনি ব্যস্ত আছি বলে কেটে দেন।শিক্ষকদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুপারভাইজার ইলিয়াস মোর্শেদ বলেন, জেলার সহকারী পরিচালক মাতৃত্বকালীন ছুটিতে গেলে ওইসময় সকলের দুই মাসের বেতন কর্তন করা হয়। এছাড়া, পিকনিকের জন্য এক মাসের বেতন কর্তন করা হয়েছে। এছাড়া শিক্ষকদের অভিযোগগুলো সত্য বলেও স্বীকার করেন তিনি। 

আরেক সুপারভাইজার আরিফুর রহমান বলেন, ছয় মাসের বেতন ও ঘর ভাড়ার টাকা বকেয়া আছে। আমাদের জানানো হয়েছে টাকা এখনো ছাড় হয়নি। হলে সকলের বেতন ও ঘরভাড়া দেওয়া হবে। 

এ সব বিষয়ে পাশার নির্বাহী পরিচালক ফরিদ খান বলেন, যে সকল উপকরণ দেওয়া হয়নি ঐগুলোর কোন বিল ভাউচার হবেনা। সরকারের বরাদ্দ যখন আসবে তখন বেতন পাবে। সরকারের বরাদ্দ আসেনাই এর জন্য বেতন পরিশোধ করা হয় নাই।

মুঠোফোনে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোছা. রুকাইয়া জান্নাত বলেন, আমি একটা ট্রেনিংয়ে আছি। তাই এখন কোন কথা বলতে কিংবা বক্তব্য দিতে পারবো না। আমার কিছুদিন লাগবে। ট্রেনিং, সেটা শেষ হলে আমি আপনার সাথে যোগাযোগ করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়