শিরোনাম
◈ শেখ হাসিনার শাসনামলের গুম, খুন, অর্থপাচার: আল জাজিরার তথ্যচিত্রে বিস্ফোরক তথ্য ◈ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড ◈ এবার রিপাবলিক বাংলা বন্ধ ও ময়ূখকে গ্রেফতারের দাবিতে পশ্চিমবঙ্গে বি'ক্ষো'ভ (ভিডিও) ◈ দেশে জঙ্গি ঢুকিয়ে দিয়ে যুদ্ধের নাটক করছে বিজেপি: কীর্তি আজাদ ◈ ডেটিং নিয়ে দ্বন্দ্ব: তিন কলেজেই মেয়েরা ডেট করে, তাই হয় মারামারি', বললেন সিটি কলেজের ছাত্রীরা ◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত? ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে একাট্টা হচ্ছে দলগুলো ◈ কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সেই দেশে ফিরছেন খালেদা জিয়া ◈ ৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির ◈ মাদক সেবনের অপরা‌ধে ক্রিকে‌টে সাময়িক নিষিদ্ধ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার রাবাদা

প্রকাশিত : ০৩ মে, ২০২৫, ১১:৩৬ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি নেতার হুমকি কে পাত্তা না দিয়ে উল্টো ধমকালেন বকশীগঞ্জ থানার ওসি (ভিডিও)

বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক নেতার বিরুদ্ধে মামলার বিষয়ে থানার ওসি খন্দকার শাকের আহমেদ ও বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি জামালপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর-পিপি এডভোকেট আনিসুজ্জামান গামার মোবাইলে কথোপকথনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে। 

ভিডিওটি ফাঁস হওয়ার পর ২ মে দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি জামালপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর-পিপি আনিসুজ্জামান গামা।

স্থানীয় সূত্রে জানা যায়, বকশীগঞ্জ উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক আশিকুর রহমান তুলন মামলায় উল্লেখ করেছেন ২৬ এপ্রিল রাতে বকশীগঞ্জ উপজেলা বিএনপির অফিসে যাওয়ার পথে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম বাদশা আশিকুর রহমান তুলনের গতিরোধ করে। এক পর্যায়ে নূরল ইসলাম বাদশা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আশিকুর রহমান তুলন বিষয়টি প্রতিবাদ করলে নূরুল ইসলাম বাদশা ও তার লোকজন আশিকুর রহমান তুলনের উপর হামলা করে। হামলাকারীরা তাকে পিটিয়ে আহত করে। এ বিষয়ে ২৭  এপ্রিল আশিকুর রহমান তুলন বাদী হয়ে নুরল ইসলাম বাদশা ও তার ছেলে সোহেল রানাসহ ১৬ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। নামীয় আসামী ছাড়াও অজ্ঞাতনামা আসামী ১৫ জন। অভিযোগে উল্লেখ করা হয়েছে আসামীদের মধ্যে যুবলীগ ও ছাত্রলীগের লোকজনও রয়েছে। 

এদিকে, আশিকুর রহমান তুলনের লিখিত অভিযোগ এফআইআর না হওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠে বকশীগঞ্জ উপজেলা বিএনপির একাংশ। বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি জামালপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর পিপি এডভোকেট আনিসুজ্জামান গামা মামলাটি এফআইআর করার জন্য বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদের সাথে মোবাইলে কথা বলেন। এক পর্যায়ে মোবাইলে কথা চলাকালীন উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। সেই হট টকের ভিডিও কলটি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়। সোশ্যাল মিডিয়ায় শিরোনাম ছিল পিপি বা বিএনপি নেতা কর্তৃক ওসিকে হুমকি। 

এদিকে, সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ফাঁস হওয়ার পর বিব্রতকর অবস্থায় পড়েন বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি জামালপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর-পিপি এডভোকেট আনিসুজ্জামান গামা। ২ মে দুপুরে তার অবস্থান পরিষ্কার করার জন্য দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বকশীগঞ্জ উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক আশিকুর রহমান তুলনসহ বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে পিপি এডভোকেট আনিসুজ্জামান গামা জানান, মোবাইলে কথোপকথনে কোন হুমকির ঘটনা ঘটেনি। আমি ওসিকে কোন হুমকি দেয়নি। প্রতিবাদ করেছি। মামলা নেওয়ার বিষয়ে সুপারিশ করেছি। এর বেশি কিছু ঘটেনি। 

এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, পুলিশের কর্মকাণ্ড আইনের দ্বারা সীমাবদ্ধ। কাজেই কারও হুমকি ধামকিতে পুলিশ নড়বেনা। আইনের সীমাবদ্ধতা বজায় রেখেই পুলিশের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাবে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়