শিরোনাম
◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৫, ০১:৫২ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈশ্বরদীতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) থেকে : পাবনার ঈশ্বরদীতে বাদশা হোসেন (৫৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার উমিরপুর এলাকায় রেললাইনের পাশে তাঁর মরদেহ পাওয়া যায়। তাঁর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন ছিল।

বাদশা হোসেন ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) রোডের ‘মিঠুন স্টোর’-এর মালিক ছিলেন। তিনি দেলোয়ার হোসেনের ছেলে। নিহতের পরিবার বলছে, কিছুদিন আগে মোবাইলে বাদশা হোসেনের কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করা হয়েছিল। তিনি রাজি না হওয়ায় দুর্বৃত্তরা তাঁকে অপহরণ করে হত্যা করেছে। পরে ঘটনাটি আত্মহত্যা
বা দুর্ঘটনা বলে চালানোর জন্য রেললাইনের পাশে মরদেহ ফেলে রাখা হয়।

বাদশা হোসেনের ছেলে মিঠুন হোসেন বলেন, রাত সাড়ে আটটার দিকে কাদেরের মোড় থেকে কয়েকজন অস্ত্রের মুখে বাবাকে তুলে নিয়ে যায়। আমরা অনেক খোঁজাখুঁজি করি। পরে পুলিশ বাবার মরদেহ উদ্ধার করে। 

স্থানীয় বাসিন্দা শাহীন আলম বলেন, হঠাৎ চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি একজনের মরদেহ পড়ে আছে। এভাবে কখনও এলাকায় এমন ঘটনা ঘটেনি। সবাই এখন ভয়ে আছে।আরেক বাসিন্দা রুবেল মিয়া জানান, 'বাদশা হোসেন দোকান চালানোর পাশাপাশি জমি কেনাবেচার কাজ করতেন। তবে কারও সঙ্গে তাঁর শত্রুতা ছিল বলে শোনা যায়নি।

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান বলেন, 'প্রথমে মনে হয়েছে আত্মহত্যা হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়