শিরোনাম
◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৫, ১০:২৭ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্র নিখোঁজ

ফয়সাল চৌধুরী : কু‌ষ্টিয়ার মিরপুরে বাড়ির কাছে পদ্মা নদীতে গোসল করতে নেমে নবম শ্রেণীর এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। ২৮ এপ্রিল সোমবার দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গি‌য়ে ওই স্কুল ছাত্র তলিয়ে গেছে বলে জানা যায়। নিখোঁজ ওই ছাত্রের নাম মো: আলা‌মিন (১৫)। আলা‌মিন উপজেলার  বহলবা‌ড়িয়া ইউনিয়নের সাহেবনগর সরদারপাড়া এলাকার আজিজুল প্রামানিকের ছেলে । সে বহলবা‌ড়িয়া মাধ‌্যমিক বিদ্যালয়ের  দশম শ্রেণীর ছাত্র। 

স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে আলা‌মিন তার কয়েকজন বন্ধুর সঙ্গে বা‌ড়ির পাশে পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় নদীতে তলিয়ে নিখোঁজ হয় ওই স্কুল ছাত্র। তবে তার সঙ্গে থাকা অন্য বন্ধুরা নিরাপদে তীরে উঠে আসতে সক্ষম হয়। খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা নদীর ঘটনাস্থলে নেমে উদ্ধার অভিযান চালায়। এ সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ হওয়া ছাত্রের সন্ধান পাওয়া যায়নি।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আরদেশ আলী জানান, নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে মিরপুর ফায়ার সা‌র্ভিসের এক‌টি ইউি‌নি‌ট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। সেই সা‌থে খুলনা থে‌কে ডুবু‌রি দল‌কেও জানা‌নো হ‌য়ে‌ছে। খুলনার ডুবুরী দল রওনা কুষ্টিয়ার উদ্দেশ্যে দিবেন‌ ।

‌মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) ম‌মিনুর রহমান বলেন,‌ স্কুল ছাত্র নি‌খোঁজ হওয়ার ঘটনা জান‌তে পে‌রে‌ছি। উদ্ধার অ‌ভিযান চল‌ছে। খোঁজখবর নেওয়া হ‌চ্ছে। তবে বিষয়টি নৌ পুলিশ দেখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়