শিরোনাম
◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ০৫:৩৩ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের পদত্যাগ

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে : জামালপুরের সরিষাবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মো. মোজাহিদুল ইসলাম মারুফ পদত্যাগ করেছেন। তার স্বাক্ষরীত পদত্যাগ পত্রের মাধ্যমে তিনি এ পদত্যাগের ঘোষনা দেন। মোজাহিদুল ইসলাম মারুফ উপজেলার পোগলদিঘা ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মোজাহিদুল ইসলাম মারুফ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক/সদস্য সচিবের বরাবর লিখিত পদত্যাগ পত্রে বলেন, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ নং পোগলদিঘা ইউনিয়ন শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলাম। আমি উক্ত পদ থেকে সম্পূর্ণ ভাবে সেচ্ছায় পদত্যাগ করছি। সাংগঠনিক ভাবে এ সংগঠনের সাথে আমার এ মুহুর্ত্ব থেকে আর কোন সম্পর্ক নেই। জুলাই গণঅভ্যুথানে সকল দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের জন্য কাজ করতে পেরে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও সহ যোদ্ধাদের ধন্যবাদ জানাচ্ছি।

এ বিষয়ে মোজাহিদুল ইসলাম মারুফ বলেন, আমার ব্যক্তিগত কারনে আমি পোগলদিঘা ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেছি। আমি এখন সাধারণ জনগণের কাতারে দাঁড়াতে চাই। তবে ভবিষ্যতে যদি কখনো দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে আমাকে আবারও রাজপথে দাড়ানোর প্রয়োজন হয় তাহলে আমি আবারও রাজপথে থাকবো ইনশাআল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়