শিরোনাম
◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৫, ০৯:০৪ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথার মোন্তার মোড় বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২০ লাখ টাকার ক্ষতি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার মোন্তার মোড় বাজারে বিদ্যুতের শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

আজ রবিবার (২৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সোনাপুর ইউনিয়নের মোন্তার মোড় বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ফার্নিচারের দোকানদার বাবু মোল্যা, গ্রীলের দোকানদার বক্কার শেখ ও লেপতোষক এর দোকানদার হাবিব মুন্সী জানান, এই অগ্নিকান্ডে তাদের ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এরমধ্যে গ্রীলের দোকানদার বক্কার শেখের ক্ষতি বেশি হয়েছে। দোকানের নামে তার ১০ লাখ টাকার লোন করা আছে। এছাড়াও পাশে একটি ফুসকা ও হালিমের দোকানের অর্ধেক পুড়ে যায়। 

তারা আরও জানান, ফায়ার সার্ভিস না আসলে বাজারে অন্যান্য দোকানও পুড়ে যেতো। 

সালথা ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত মোন্তার মোড় বাজারে এসে আগুন নিয়ন্ত্রনের জন্য আমরা দুটি ইউনিট কাজ করেছি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়৷ ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানতে পারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়