শিরোনাম
◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি ◈ বার্সেলোনা ও  ইন্টার মিলানের শ্বাসরুদ্ধকর ম্যাচ ৩-৩ গোলে ড্র ◈ শ্রীলঙ্কা‌কে হা‌রি‌য়ে সিরিজে এগিয়ে গে‌লো বাংলাদেশের যুবারা

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ০৭:১৯ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে মোটর গ্যারেজে ট্রাক মেরামত সময় আগুনে পুড়ে গেল ২ ট্রাক, দগ্ধ ২ 

ফিরোজ আহম্মেদ ,ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের দক্ষিণে বলিদাপাড়া গ্রাম এলাকার মহাসড়কের পাশে মল্লিক নগর মোটর গ্যারেজে কাজ করার সময়ে ওয়েল্ডিং মেশিনের আগুনে ২টি ট্রাক পুড়ে গেছে ও একজন গুরুতর ভাবে একজন দ্বন্ধ সহ দু'জন আহত হয়েছে । আহত দু'জন  গ্যারেজের মালিক ও এক কর্মচারি। । মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার বলিদাপাড়া মল্লিক নগর এলাকায় এই ঘটনা ঘটে।
 
আহতরা হলেন, উপজেলার বলিদাপাড়া মাঠপাড়া গ্রামের মোস্তফা মিয়ার ছেলে জিহাদুল ইসলাম (৩৫) ও দয়াপুর গ্রামের সাকিল হোসেনের ছেলে তানজিল হোসেন (১৬)।
 
স্থানীয়রা জানান, মল্লিকনগরের যশোর-ঝিনাইদহ মহাসড়কের পাশে অবস্থিত একটি মোটর গ্যারেজে ট্রাক মেরামতের সময় ওয়েল্ডিং মেশিন থেকে আগুন লাগে। আগুনটি দ্রুত তেলের ট্যাংকিতে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে গ্যারেজের পাশে থাকা আরও একটি ট্রাকে আগুন ধরে যায়। মুহূর্তেই দুইটি ট্রাক পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. রবিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওয়েল্ডিং কাজের সময় আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে প্রায় ৫৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, মোটর গ্যারেজে কাজ করার সময় আগুন লেগে দুইটি ট্রাক পুড়ে ছাই হয়ে গিয়েছে। এসময় আগুনে পুড়ে গ্যারেজের মালিক ও একজন কর্মচারি আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
 
  • সর্বশেষ
  • জনপ্রিয়