শিরোনাম
◈ ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক টানাপোড়েনে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, বিপাকে দুই দেশের বাণিজ্য ◈ আগামী সাত মাস বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ: চট্টগ্রাম বন্দর পরিকল্পনায় বড় সম্ভাবনার ইঙ্গিত প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ◈ কী ‘উদ্দেশ্যে’ গাবতলীর হাট ইজারা বাতিল? ◈ সুনামগঞ্জে ৯০টি ভারতীয় গরুর চালান আটক  ◈ ইউ‌রোপা লি‌গে জি‌তে গে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ টেকনাফ থেকে সেন্টমার্টিনে মালামাল পাঠানোর নামে ৪০০ বস্তা সিমেন্ট মিয়ানমারে পাচার, ট্রলারসহ তিন মাঝিমাল্লা নিখোঁজ ◈ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে শ‌নিবার ঢাকায় সমা‌বেশ হেফাজতের ◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও)

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৫, ০৭:০৫ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে ছাত্র আন্দোলনে নিহত বাবু হত্যা মামলার আসামী সোহেল গ্রেফতার 

হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি) কুমিল্লা : দাউদকান্দিতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত বাবু হত্যা মামলায় আওয়ামী লীগের আরও এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃত আসামী সোহেল(৪০) উপজেলার উত্তর ইউনিয়নের গঙ্গাপ্রাসাদ গ্রামের নুরুল হকের ছেলে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের শাসনামলে সোহেল সরকার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে প্রচারণা চালাত এবং ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মডেল  থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোতাব্বির হোসেন। পুলিশ জানায়, "পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আরিফুল ইসলাম  সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আসামীর উপস্থিতি সনাক্ত করে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায়  দাউদকান্দি পৌরসভা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।"

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জুনায়েত চৌধুরী জানান, " বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত বাবু হত্যা মামলায় ধৃত আসামী সোহেল সরকারের  সংশ্লিষ্টতা তদন্তে প্রমাণিত হওয়ায় অভিযান পরিচালনা করে আটক করা হয়েছে। চলমান ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে আজ বুধবার( ১৬ এপ্রিল) মামলা নং-৩, পেনাল কোড ১৪৩/৩০২/ ৩৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ধৃত আসামীসহ অন্যান্য মামলায় গ্রেফতার দেখিয়ে আরও দুই আসামীকে কুমিল্লা বিজ্ঞ জজ আদালতে প্রেরণ করা হয়েছে। "

  • সর্বশেষ
  • জনপ্রিয়