শিরোনাম
◈ তারেক রহমানের ফেসবুক পোস্ট: প্রশংসনীয় এই মানসিকতা অব্যাহত থাকুক  ◈ শেখ হাসিনার শাসনামলের গুম, খুন, অর্থপাচার: আল জাজিরার তথ্যচিত্রে বিস্ফোরক তথ্য ◈ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড ◈ এবার রিপাবলিক বাংলা বন্ধ ও ময়ূখকে গ্রেফতারের দাবিতে পশ্চিমবঙ্গে বি'ক্ষো'ভ (ভিডিও) ◈ দেশে জঙ্গি ঢুকিয়ে দিয়ে যুদ্ধের নাটক করছে বিজেপি: কীর্তি আজাদ ◈ ডেটিং নিয়ে দ্বন্দ্ব: তিন কলেজেই মেয়েরা ডেট করে, তাই হয় মারামারি', বললেন সিটি কলেজের ছাত্রীরা ◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত? ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে একাট্টা হচ্ছে দলগুলো ◈ কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সেই দেশে ফিরছেন খালেদা জিয়া ◈ ৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৫, ১২:০৯ দুপুর
আপডেট : ০২ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুরা ফাতিহা ব্যঙ্গ করে ভিডিও, ইব্রাহিম ও মুক্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

হবিগঞ্জ প্রতিনিধি : পবিত্র কোরআনের সুরা ফাতেহাকে ব্যঙ্গ করে টিকটক ভিডিও তৈরি ও সামাজিক মাধ্যমে প্রচারের অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার টিকটকার মুক্তা আক্তার ও তার স্বামী ইব্রাহিমের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সেলিম আহমেদ।

গত ১৫ মার্চ (মঙ্গলবার) হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে এই মামলা দায়ের করা হয়। শুনানি শেষে আদালত ইব্রাহিম ও মুক্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

অ্যাডভোকেট সেলিম আহমেদের অভিযোগ, ‘টিকটক ভিডিওতে ইসলাম ধর্মের পবিত্র সূরা ফাতেহাকে ব্যঙ্গ করে ভিডিও তৈরি করে তা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত হানে।’

জানা গেছে, ‘পাঙাশ মুক্তা’ নামে পরিচিত এই টিকটকার গত বছর চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর হবিগঞ্জের ধর্মপ্রাণ জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বিভিন্ন মহল থেকে প্রতিবাদ জানানো হয়। তবে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

এদিকে হবিগঞ্জের সচেতন মহল দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়