শিরোনাম
◈ শেখ হাসিনার শাসনামলের গুম, খুন, অর্থপাচার: আল জাজিরার তথ্যচিত্রে বিস্ফোরক তথ্য ◈ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড ◈ এবার রিপাবলিক বাংলা বন্ধ ও ময়ূখকে গ্রেফতারের দাবিতে পশ্চিমবঙ্গে বি'ক্ষো'ভ (ভিডিও) ◈ দেশে জঙ্গি ঢুকিয়ে দিয়ে যুদ্ধের নাটক করছে বিজেপি: কীর্তি আজাদ ◈ ডেটিং নিয়ে দ্বন্দ্ব: তিন কলেজেই মেয়েরা ডেট করে, তাই হয় মারামারি', বললেন সিটি কলেজের ছাত্রীরা ◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত? ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে একাট্টা হচ্ছে দলগুলো ◈ কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সেই দেশে ফিরছেন খালেদা জিয়া ◈ ৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির ◈ মাদক সেবনের অপরা‌ধে ক্রিকে‌টে সাময়িক নিষিদ্ধ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার রাবাদা

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ০৮:৫৬ রাত
আপডেট : ০২ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে পানিতে ডুবে চাচাতো দুই ভাই বোনের মৃত্যু

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর: ফরিদপুরের সদরপুরে পানিতে ডুবে তাফসান (৬) ও লামিম (১৪) নামে আপন চাচাতো দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বাড়ির সামনের পুকুরে গোসল করতে নামলে এ ঘটনা ঘটেছে বলে জানায় তার পরিবারের সদস্যরা।

তাফসান সদরপুরের চর বিষ্ণপুর ইউনিয়নের চর চাদপুর সাদের খাঁর ডাঙ্গী গ্রামের বাসিন্দা মুকুল ফকিরের ছোট ছেলে ও লামিম একই গ্রামের বাসিন্দা জামাল ফকিরের মেঝ মেয়ে।
 
নিহতদের পরিবারের বরাত দিয়ে তাদের চাচাতো ভাই আলামিন (২০) জানায়, দুপুরে বাড়ির সামনের পুকুরে গোসল করতে নেমে তাফসান পানিতে ডুবে যায় বলে ধারনা করা হচ্ছে। ভাইকে ডুবে যেতে দেখে বোন লামিম তাকে উদ্ধারে পানিত নামলে দুজনেই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা পুকুর থেকে তাদেরকে উদ্ধার করে বিকেল চার টার দিকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিতসক ডা. গোফরানুল হক সিজান তাদেরকে মৃত ঘোষণা করেন। তারা উভয়ে সাতার জানতোনা বলে জানায় আলামিন।
 
সদরপুর থানার চর বিষ্ণপুর ইউপি চেয়ারম্যন মো. মোয়াজ্জেম হোসেন শিশু দুটির নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিন ভাইয়ের মধ্যে তাফসান ছোট ও এক ভাই তিন বোনের মধ্যে লামিম মেজ।দুই ভাই বোনের এ মৃত্যুতে পরিবার ও এলাকাতে শোক বইছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়