শিরোনাম
◈ ‘ভারত ফের হামলা না করলে দায়িত্বজ্ঞানহীন কোনো পদক্ষেপ নেবে না পাকিস্তান’ ◈ ঈদের আগের দুই শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা ◈ পুলিশের শীর্ষস্থানীয় ১৫ কর্মকর্তাকে বদলি ◈ ভারত থেকে এভাবে 'পুশ–ইন' সঠিক নয়: নিরাপত্তা উপদেষ্টা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ মার্কিন কৌশলগত স্বার্থের ক্ষতি করবে ◈ সোহান ও অঙ্কনের সেঞ্চুরি, নিউ‌জিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ এ’ দল ◈ ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত’ ◈ যে কারণে ভারত বনাম পাকিস্তান যুদ্ধ, যুক্তরাষ্ট্র বনাম চীন যুদ্ধও! ◈ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রস্তাব ইসলামী আন্দোলনের ◈ ভারত-পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ১০:০৪ রাত
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় দুই চিকিৎসককে লাঞ্ছিতের প্রতিবাদে স্টাফদের কর্মবিরতি

ফরহাদ হোসেন ভোলা প্রতিনিধি : ভোলায় দুই চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে  সকাল থেকে কর্মবিরতি পালন করে তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান কে অবরুদ্ধ করে রেখেছে স্টাফরা। রোববার সকাল থেকে  এ রিপোর্ট লেখা পর্যন্ত কর্মবিরতি ও অবরুদ্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ ভর্তি থাকা ও আগত রোগীরা।

কর্মবিরতি পালনে নেতৃত্ব দেওয়া ওয়ার্ড মাষ্টার হোসেন রাব্বি বলেন, একজন রোগীর মৃত্যুর ঘটনা নিয়ে গত শুক্রবার ডাক্তার নাইমুল হাসানকে লাঞ্ছিত করা হয়েছে এবং গতরাতে আলেফা খাতুন (৬৫) নামের আরেক রোগীর মৃত্যু হওয়ার পর ও স্বজনরা ডাক্তার এফরান মাহমুদ কে লাঞ্ছিত করা হয়েছে।

এ ভাবে চলতে থাকলে আমরা কি ভাবে সেবা দিবো?  আমাদের নিরাপত্তার অভাব হলে সেবা দিতে পারবো না। তাই আমরা সকাল থেকে কর্মবিরতি দিয়েছি এবং তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান ও সিভিল সার্জন কে অবরুদ্ধ করে রেখেছি। আমাদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কর্মবিরতি পালন করবো।

মুমূর্ষু অবস্থায় অনেক রোগীরা জরুরী বিভাগ থেকে ফেরত যেতেও দেখা গেছে। হাসনুর নামের এক রোগীর স্বজন বলেন, এমনেই সেবা নাই, টাকা ছাড়া কিছু হয় না তারপর আবার এ কর্মবিরতি, ভোলায় বাড়ি হয়ে পাপ করেছি। ভোলা বাড়ি না হলে তো রোগী নিয়ে এখানে এসে এ বিপদে পড়তাম না।

রাজাপুর থেকে আসা রোগীর স্বজন সজিব বলেন, ভোলায় এমন কোন নেতা নেই চিকিৎসা সেবা নিশ্চিত করবে। হাসপাতালে এমনেই রোগীরা এসে অবহেলায় থাকে আবার কিছু থেকে কিছু হলে তারা সেবা বন্ধ করে দেয়।

এ বিষয়ে ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তার রুমের সামনে দাঁড়িয়ে থাকা ওয়ার্ড মাষ্টার হোসেন রাব্বি সাংবাদিকদের প্রবেশে বাঁধা দেওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে অবরুদ্ধ হওয়া তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান এর রুম থেকে বের হয়ে সিভিল সার্জন ডাক্তার মুনিরুল ইসলাম বলেন, আমরা আলোচনা করছি, দ্রুতই এ বিষয়ে সমাধান হবে এবং চিকিৎসা সেবা যাতে ব্যহত না হয় সে বিষয় দেখতেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়