শিরোনাম
◈ মূল্যস্ফীতির লাগাম টানতে কড়াকড়ি, বিনিয়োগ বাড়াতে ভারসাম্যের খোঁজে বাংলাদেশ ব্যাংক ◈ গভীর সমুদ্রে মাছ আহরণের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ.লীগের নতুন পরিকল্পনা হাসিনাকে দেশে ফেরাতে, ঢাকায় প্রশিক্ষণ ◈ সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে ◈ লুইস ‌দিয়াস লিভারপুল ছেড়ে দি‌লেন, চার বছরের চুক্তিতে ঢুক‌লেন বায়ার্নে মিউ‌নি‌খে ◈ রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না: আইন উপদেষ্টা  ◈ দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ব্লগার অভিজিৎ রায় হত্যা: জামিন পেলেন সাজাপ্রাপ্ত আসামি ফারাবী ◈ প্রথম পর্বে ৬২ বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো, তালিকা প্রকাশ করলো কমিশন ◈ জামায়াত আমিরের হার্টে তিনটি ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ১০:৩৩ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে পোর্ট থানার পাশেই বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন

আইরিন হক, বেনাপোল: যশোরের বেনাপোলে পোর্ট থানার পাশেই সাঈদ হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গত দুই দিনের মধ্যে যেকোনো এক সময়ে, বাড়িতে কেউ না থাকার সুযোগে চিহ্নিত একটি চোরচক্র বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং মূল্যবান গৃহস্থালি সামগ্রী নিয়ে যায়।

ঘটনার পর গতকাল বাড়ির মালিক মৌখিকভাবে থানায় অভিযোগ করলে পুলিশ তৎপর হয়ে চোরদের শনাক্ত করে এবং চুরি হওয়া মালামালের একটি অংশ উদ্ধার করে। তবে লিখিত অভিযোগ না থাকায় চোরদের আটক করে পরে ছেড়ে দেওয়া হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার সহকারী পরিদর্শক জাহিদুল ইসলাম জাহিদ জানান, "লিখিত অভিযোগ না থাকায় চোরদের বিরুদ্ধে মামলা নেওয়া সম্ভব হয়নি। তবে কিছু চুরি যাওয়া মালামাল উদ্ধার হয়েছে।"

এদিকে, থানার মাত্র ৫০ গজের মধ্যে একটি বাড়িতে এমন চুরির ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সাঈদ হোসেন জানান, "চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের অধিকাংশই পাশের ভবারবেড় গ্রামের চিহ্নিত অপরাধী। এর আগেও বেনাপোল বন্দর এলাকায় একাধিক বাড়িতে চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ অপরাধীদের গ্রেফতার করতে না পারায় অপরাধ বেড়েই চলেছে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়