শিরোনাম
◈ ভারত-পাকিস্তান যুদ্ধের শঙ্কায় উদ্বেগে চীন, দুই দেশকে সংযম ও শান্তির আহ্বান ◈ নিজের মতো সময় এবং জায়গা বেছে নিয়ে এটার জবাব দেবে পাকিস্তান: লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ ◈ ‘লোইটারিং মিউনিশনস’ দিয়ে পাকিস্তানে হামলা করেছে ভারত, এটি যেভাবে কাজ করে ◈ ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তাৎক্ষণিক যেসব পদক্ষেপ নিলো পাকিস্তান ◈ পাকিস্তানের পালটা হামলায় ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ ◈ ভারত-পাকিস্তান উত্তেজনা: ডলারের বিপরীতে দাম কমল ভারতীয় রুপির ◈ শেখ হাসিনার 'উস্কানি': ঝটিকা মিছিলে বিপাকে আওয়ামী লীগ, ক্ষুব্ধ নেতাকর্মীরা ◈ পাকিস্তানের পাশে তুরস্ক, ভারতের পাশে ইসরাইল! ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লি‌গের ফাইনালে ইন্টার মিলান  ◈ ভারত-পাকিস্তান সহিংসতায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ১০:৩৩ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে পোর্ট থানার পাশেই বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন

আইরিন হক, বেনাপোল: যশোরের বেনাপোলে পোর্ট থানার পাশেই সাঈদ হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গত দুই দিনের মধ্যে যেকোনো এক সময়ে, বাড়িতে কেউ না থাকার সুযোগে চিহ্নিত একটি চোরচক্র বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং মূল্যবান গৃহস্থালি সামগ্রী নিয়ে যায়।

ঘটনার পর গতকাল বাড়ির মালিক মৌখিকভাবে থানায় অভিযোগ করলে পুলিশ তৎপর হয়ে চোরদের শনাক্ত করে এবং চুরি হওয়া মালামালের একটি অংশ উদ্ধার করে। তবে লিখিত অভিযোগ না থাকায় চোরদের আটক করে পরে ছেড়ে দেওয়া হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার সহকারী পরিদর্শক জাহিদুল ইসলাম জাহিদ জানান, "লিখিত অভিযোগ না থাকায় চোরদের বিরুদ্ধে মামলা নেওয়া সম্ভব হয়নি। তবে কিছু চুরি যাওয়া মালামাল উদ্ধার হয়েছে।"

এদিকে, থানার মাত্র ৫০ গজের মধ্যে একটি বাড়িতে এমন চুরির ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সাঈদ হোসেন জানান, "চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের অধিকাংশই পাশের ভবারবেড় গ্রামের চিহ্নিত অপরাধী। এর আগেও বেনাপোল বন্দর এলাকায় একাধিক বাড়িতে চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ অপরাধীদের গ্রেফতার করতে না পারায় অপরাধ বেড়েই চলেছে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়