শিরোনাম
◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৫, ০৫:০৭ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তাহারে রেললাইনের পাশে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে এক ট্রাক্টর চালককে ছুরিকাঘাতে হত্যা করে তার লাশ রেললাইনে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। শনিবার সকালে খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত আমিরুল ইসলাম (৩৬) উপজেলার সান্তাহার পৌর শহরের পৌওতা টিকড়ী পাড়া গ্রামের আব্দুল সালাম গাহের এর ছেলে। 

শনিবার সকালে ওই এলাকার লোকজন হাঁটতে বের হলে রেললাইনের পাশে আমিরুল ইসলামের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন এবং নিহতের আত্মীয়-স্বজন ও থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে এবং হত্যাকান্ডের তদন্তের কাজ শুরু করেন। সান্তাহার ট্রাক্টর চালক কল্যাণ সমিতির সভাপতি ও পৌওতা গ্রামের বাসিন্দা মোয়াজ্জেম হোসেন বডি বলেন, আমিরুলের শরীরের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে । তাকে অন্য কোথাও হত্যা করে রেললাইনের পাশে লাশ ফেলে রেখেছে দুর্বৃত্তরা। পৌওতা টিকড়ী গ্রামের বাসিন্ধা মোজাম্মেল হক বলেন, আমিরুল একজন খুব শান্তি প্রিয় ভালো মানুষ। আমার জানা মতে তার সাথে কাহারও কোন ঝগড়া বিবাদ নেই। কেন তাকে হত্যা করা হলো? আমি এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবী জানাচ্ছি।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান হাবিব হত্যার বিষয় নিশ্চিত করে জানান, ছুরিকাঘাতে আমিরুল ইসলামকে হত্যা করা হয়েছে। হত্যার ঘটনা ধামাচাপা দিতে খুনিরা রেললাইনের পাশে এভাবে লাশ ফেলে পালিয়ে যায় ।হত্যার কারণ উদঘাটন এবং অভিযুক্তদের সনাক্ত করার জন্য কাজ করছি। এ ঘটনায় থানায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়