শিরোনাম
◈ মার্কিন শুল্কছাড়ে লাভবান বাংলাদেশ, ধস নেমেছে ভারতের টেক্সটাইল শেয়ারবাজারে ◈ বিশ্বব্যাংকের পরবর্তী প্রকল্পে অগ্রাধিকার পাবে সোনামসজিদ স্থলবন্দর: নৌ উপদেষ্টা ◈ চাঁপাইনবাবগঞ্জে 'সমন্বয়ক' পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে যুবক আটক ◈ শাহবাগে ‘জুলাই যোদ্ধাদের’ দুই গ্রুপের সংঘর্ষ (ভিডিও) ◈ এনসিপির পদযাত্রা কতটা সাড়া ফেললো? ◈ কুমিল্লার চান্দিনায় সব্জি বাগানের আড়ালে গাঁজা চাষ ◈ ছাতকে পরিবেশ ধ্বংসে লাফার্জ হোলসিম ◈ ড. মুহাম্মদ ইউনূস ও ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির ◈ জুলাই সনদের দাবি: দ্বিতীয় দিনের মতো অবরুদ্ধ শাহবাগ, যানজটে ভোগান্তি (ভিডিও) ◈ ঐকমত্য কমিশনের ৮২৬ সুপারিশের মধ্যে ৭৭৫টিতে একমত বিএনপি, জানালেন সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৫, ০৫:০৭ বিকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তাহারে রেললাইনের পাশে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে এক ট্রাক্টর চালককে ছুরিকাঘাতে হত্যা করে তার লাশ রেললাইনে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। শনিবার সকালে খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত আমিরুল ইসলাম (৩৬) উপজেলার সান্তাহার পৌর শহরের পৌওতা টিকড়ী পাড়া গ্রামের আব্দুল সালাম গাহের এর ছেলে। 

শনিবার সকালে ওই এলাকার লোকজন হাঁটতে বের হলে রেললাইনের পাশে আমিরুল ইসলামের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন এবং নিহতের আত্মীয়-স্বজন ও থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে এবং হত্যাকান্ডের তদন্তের কাজ শুরু করেন। সান্তাহার ট্রাক্টর চালক কল্যাণ সমিতির সভাপতি ও পৌওতা গ্রামের বাসিন্দা মোয়াজ্জেম হোসেন বডি বলেন, আমিরুলের শরীরের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে । তাকে অন্য কোথাও হত্যা করে রেললাইনের পাশে লাশ ফেলে রেখেছে দুর্বৃত্তরা। পৌওতা টিকড়ী গ্রামের বাসিন্ধা মোজাম্মেল হক বলেন, আমিরুল একজন খুব শান্তি প্রিয় ভালো মানুষ। আমার জানা মতে তার সাথে কাহারও কোন ঝগড়া বিবাদ নেই। কেন তাকে হত্যা করা হলো? আমি এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবী জানাচ্ছি।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান হাবিব হত্যার বিষয় নিশ্চিত করে জানান, ছুরিকাঘাতে আমিরুল ইসলামকে হত্যা করা হয়েছে। হত্যার ঘটনা ধামাচাপা দিতে খুনিরা রেললাইনের পাশে এভাবে লাশ ফেলে পালিয়ে যায় ।হত্যার কারণ উদঘাটন এবং অভিযুক্তদের সনাক্ত করার জন্য কাজ করছি। এ ঘটনায় থানায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়