শিরোনাম
◈ আওয়ামী লীগের 'কর্মকাণ্ড', ব্যাখ্যা নিয়ে বিভ্রান্তি ◈ দুদকের তলবে সাড়া দেননি টিউলিপ সিদ্দিক ◈ ম‌হেদী মিরাজ আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার ◈ এবার ব্যারিকেড ভেঙে শাহবাগের নিয়ন্ত্রণ নিলেন আন্দোলনরত নার্সিং শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বাণিজ্যযুদ্ধে ‘বিজয়ের আনন্দ’ চীনে: দ্য ইকোনমিস্টের প্রতিবেদন ◈ ডলারের দর বাজারভিত্তিক করার ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের ◈ রোনাল‌দো‌ পু‌ত্রের দেশের জার্সিতে অভিষেক, জাপানকে ৪-১ হারালো পর্তুগাল ◈ জয়পুরের স্টেডিয়ামে আবার বোমা মারার হুমকি, আইপিএল শুরুর আগে চিন্তায় বিসিসিআই ◈ শুঁটকি মাছের নমুনায় মিলেছে ক্যানসার সৃষ্টিকারী উপাদান: গবেষণা ◈ হাইকোর্টে জামিন পেলেন জুবাইদা রহমান

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৫, ০১:৩১ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারাগারে এসএসসি পরীক্ষা কুমিল্লা বোর্ডের দুই শিক্ষার্থীর

এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার কুমিল্লা জিলা স্কুল কেন্দ্রে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২৫ জন শিক্ষার্থী বিশেষ ব্যবস্থায় এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের মধ্যে ফেনী জেলা কারাগার থেকে দুজন এবং ২৩ জন শ্রুতিলেখকের সহযোগিতায় পরীক্ষা দিচ্ছে।

আজ বৃহস্পতিবার সারা দেশের মতো কুমিল্লা শিক্ষা বোর্ডেরও এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এই বোর্ডের অধীনে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এবার ছয় জেলার ২৭৩ কেন্দ্রে ১ লাখ ৬৯ হাজার ৬৮০ পরীক্ষার্থী অংশ নিচ্ছে।  

কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির উদ্দিন আহমেদ বলেন, ‘মোট ২৩ জন পরীক্ষার্থী শ্রুতিলেখকের সহযোগিতায় পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন করেছিল। যাচাই-বাছাই শেষে তাদের সবাইকে অনুমোদন দেওয়া হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিবন্ধী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের চেয়ে এক-চতুর্থাংশ সময় বেশি পাবে। যেসব প্রতিবন্ধী শিক্ষার্থীর শ্রুতিলেখকের প্রয়োজন হয় না, তবে লেখায় ধীরগতি তারাও একই হারে অতিরিক্ত সময় পাবে।’

কবির উদ্দিন আহমেদ আরও বলেন, ‘আদালতের চিঠি পেয়ে ফেনী জেলা কারাগারে বন্দী দুজন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ওই দুই ছাত্রের বয়স ১৮ বছরের কম। তাদের জন্য প্রশ্নপত্র, উত্তরপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।’ সূত্র: আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়