শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ০৮:০৭ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২ বছরের শিশুকে মুখে স্কচটেপ পেঁচিয়ে ধর্ষণ, অতঃপর...

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা মো. আহসানুল কবির নামে এক ব্যক্তিকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে চৌমুহনী পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।

বর্তমানে শিশু ও অভিযুক্ত দুজনই ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আটক মো. আহসানুল কবির (৩৭) রংপুর জেলার সদর উপজেলার ঘাঘটপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, অভিযুক্ত কবির ওষুধ কোম্পানিতে চাকরি করেন। ওই শিশুর পরিবার ও অভিযুক্ত ব্যক্তি একই ভবনে পাশাপাশি ভাড়া থাকেন। ভিকটিমের বাবা-মা দুজন চাকরি করেন। ঘটনার সময় ভিকটিমের বাবা-মা বাসায় ছিলেন না। ভিকটিম ঘর ঝাড়ু দেয়ার সময় কবির তাকে জোরপূর্বক তার রুমে তুলে নিয়ে যায়। পরে তার মুখে স্কচটেপ পেঁচিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বের হয়ে নিচ তলায় তার খালার বাসায় গিয়ে অচেতন হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত কবিরকে রাতে বাসায় আটক রেখে মারধরে এবং পুলিশে সোপর্দ করে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, অভিযুক্ত যুবককে স্থানীয়রা আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করে। শিশুটির শারীরিক পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। একই সঙ্গে অভিযুক্তকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়