শিরোনাম
◈ বাজারভিত্তিক বিনিময় হার চালুর দ্বিতীয় দিনেও ডলারের দাম স্থিতিশীল ◈ গত নয় মাসে গণমাধ্যম ভোগ করছে অভূতপূর্ব স্বাধীনতা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব (ভিডিও) ◈ কাশ্মীর ইস্যু নি‌য়ে আ‌লোচনায় বস‌তে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ◈ বাংলাদেশের ১০ জন কাবা‌ডি খেলোয়াড় চায় ভারত ◈ সোহরাওয়ার্দী উদ্যানের শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দিলো দক্ষিণ সিটি (ভিডিও) ◈ কাস্টমসের কলম বিরতিতে বেনাপোল বন্দরে অচলাবস্থা ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, আসছে কয়েক লাখ নতুন নিয়োগের সুযোগ ◈ সাড়ে তিন বছর পর আদালতের রায়ে বিজয়ী ঘোষণা, মোটরসাইকেল শোভাযাত্রায় এলাকাজুড়ে উৎসব জামায়াত নেতার ◈ কাকরাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উত্তাল আন্দোলন, ২৫টি বাসে শিক্ষক-শিক্ষার্থী যোগদান ◈ ভাতা তালিকায় যুক্ত হচ্ছে লাখো নতুন সুবিধাভোগী, বাদ পড়বেন অযোগ্যরা

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ০৪:২৮ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রায়পুরে লামচরি রহিমের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার লামচরি রহিমের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বিদ্যালয়ের হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বিদায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাবেক সভাপতি সিদ্দিকুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামচরি আর এন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান চৌধুরীর কন্যা খিলগাঁও মডেল কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রোকেয়া চৌধুরী বেবী।

আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার মোঃ মাইনুদ্দিন, প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, কেরোয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহ আলম, বিশিষ্ট  সাংবাদিক মনিরুল ইসলাম ও বাংলা টিভির প্রতিনিধি এম আর সুমন প্রমুখ।

একটু সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক বাদ্যযন্ত্রে উপহার দিয়ে বলেন, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। লেখা পড়া ও সংস্কৃতি ছাড়া কোন জাতি উন্নতির শিখরে পোঁছানো সম্ভব নয় বলে উল্লেখ করে তিনি আরো বলেন, তার বাবা হাবিবুর রহমান চৌধুরীর শিক্ষার প্রতি অতি গুরুত্ব দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানে তাহার অবদানের কথা ভুলবার মত নয় বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়