শিরোনাম
◈ বাংলা‌দেশ দল এখন আ‌মিরা‌তে, ‌টি - টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের প্রথম ম‌্যাচ ১৭ মে ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পের সেমিফাইনালে ১৬ মে নেপালের মুখোমুখি বাংলাদেশ ◈ জাতীয় দ‌লে বিদেশি কোচ কে‌নো? ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার প্রতিক্রিয়া ◈ প্যারিসে অপহরণচেষ্টার মুখে সাহসিকতায় যেভাবে রক্ষা পেলেন ক্রিপ্টো সিইওর কন্যা! ভিডিও ◈ `আমার সোনার বাংলা' কীভাবে ও কেন বাংলাদেশের জাতীয় সংগীত হলো? ◈ বেতন বৈষম্য কমাতে নতুন মহার্ঘভাতা পরিকল্পনায় সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার পর ৭৬ খুন, বিচার হয়নি ◈ বাংলাদেশ-জাপান বৈঠকে আসছে তিস্তা-মাতারবাড়ি-বে অব বেঙ্গল ও চীনের ভূমিকা ◈ কিনতে এসে অভিনব কায়দায় দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী (ভিডিও) ◈ জবি শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় ছাড়বে না (ভিডিও)

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ০৩:৪৪ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শরীফ গ্রেপ্তার

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া ( কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লা ডিবি পুলিশ ৮ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শরীফকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, নাজমুল হাসান শরীফকে ব্রাহ্মণপাড়া সদরের একটি বেকারি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানার মামলা নাম্বার ৭, তারিখ ১৯ আগস্ট ২০২৪ এর একটি অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

কুমিল্লা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাজমুল হাসান শরীফ ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের বাসিন্দা আব্দুস সালামের ছেলে। সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদে দায়িত্ব পালন করেছেন। গ্রেপ্তারের পর তাকে আগামীকাল আদালতে পেশ করা হবে এবং আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

তিনি জানান, নাজমুল হাসান শরীফের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, তবে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ডিবি পুলিশ এই বিষয়ে আরো তদন্ত শুরু করেছে এবং গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়