শিরোনাম
◈ বেতন বৈষম্য কমাতে নতুন মহার্ঘভাতা পরিকল্পনায় সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার পর ৭৬ খুন, বিচার হয়নি ◈ বাংলাদেশ-জাপান বৈঠকে আসছে তিস্তা-মাতারবাড়ি-বে অব বেঙ্গল ও চীনের ভূমিকা ◈ কিনতে এসে অভিনব কায়দায় দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী (ভিডিও) ◈ জবি শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় ছাড়বে না (ভিডিও) ◈ আমরা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ◈ এরশাদের বউ বিদিশার গাড়ি রং সাইডে, ভিডিও ভাইরাল! ◈ উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ করলেন যে ব্যক্তি (ভিডিও) ◈ উপদেষ্টা মাহফুজের সঙ্গে যা হয়েছে, এর জন্য আপনাদের প্রতি ধিক্কার : সারজিস আলম ◈ উপদেষ্টা মাহফুজকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয়: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৫, ০৪:০৫ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবানের লামায় অস্ত্রের মুখে ৮ শ্রমিককে অপহরণ

বান্দরবানের লামায় অস্ত্রের মুখে ৮ তামাক শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৭ এপ্রিল) গভীর রাতে উপজেলার সরই ইউনিয়নের লেমুপালং এলাকার তামাক ক্ষেতের একটি খামার বাড়ি থেকে তাদের অপহরণ করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সরই ইউনিয়নের দুর্গম ৯ নম্বর ওয়ার্ড লেমু পালং এলাকার তামাক ক্ষেতের একটি খামার বাড়িতে রাত্রিযাপন করছিল ৮ তামাক শ্রমিক। সোমবার রাত ১টার দিকে একদল অস্ত্রধারী সন্ত্রাসী সেখানে হানা দিয়ে অস্ত্রের মুখে ৮ তামাক শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।

মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করে। তবে, কে বা কারা তাদের অপহরণ করেছে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

ধারণা করা হচ্ছে পাহাড়ি অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপ মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ করে থাকতে পারে। জায়গাটি দুর্গম ও মোবাইল নেট না থাকায় অভিযান পরিচালনা করতেও বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, লামার সরই থেকে ৮ তামাক শ্রমিককে অপহরণ করা হয়েছে। কারা অপহরণ করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে।

উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার লামায় বিভিন্ন কাজের নিয়োজিত শ্রমিকদের অপহরণ করে সন্ত্রাসীরা। সর্বশেষ গত ১৬ই ফেব্রুয়ারী লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের গয়ালমারা এলাকা থেকে ২৬ জন রাবার শ্রমিককে অপহরণ করেছিল অপহরণকারীরা। পরে দুদিন মুক্তিপণের বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে অপহরণ চক্রের বেশ কয়েকজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়