শিরোনাম
◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড ◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ কাতার একা নয়, তাদের পাশে আছে পুরো আরব ও ইসলামি বিশ্ব: আরব লীগ ◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৫, ০৯:০০ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদুল ফিতর উপলক্ষে টেকনাফ স্থলবন্দর ৯ দিনের বন্ধ ঘোষণা

জিয়াবুল হক, টেকনাফ : ঈদুল ফিতর উপলক্ষে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে বাংলাদেশ-মিয়ানমার দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। শুক্রবার (২৮ মার্চ) টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার মোহাম্মদ সোহেল এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল শনিবার পর্যন্ত টেকনাফ স্থলবন্দরের সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। কিন্তু বন্দরে থাকা পণ্যসামগ্রীর উসুল আদায় করা থাকলে সেসব পণ্যসামগ্রী বিশেষ ব্যবস্থায় বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে সরবরাহের সুব্যবস্থা রাখা হয়েছে। আগামী ৬ এপ্রিল বন্দর দিয়ে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে।

আলু রপ্তানিকারক শামসুল আলম জানান, গত বছর মিয়ানমারে অভ্যন্তরীণ সমস্যার কারণে টানা ১১ মাস যুদ্ধ চলছিল। এর ফলে র্দীঘদিন ধরে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি বন্ধ ছিল। গত ফেব্রুযারি মাস থেকে থেমে থেমে বাংলাদেশ থেকে কিছু সিমেন্ট, কোমল পানীয় ও আলু রপ্তানি হয়ে আসছিল। শুক্রবার একদিনেই তিনজন ব্যবসায়ীর ৮৮ মেট্রিক টন আলু রপ্তানি করা হয়েছে।

স্থলবন্দরের সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, গত বছর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের অভ্যন্তরীণ সমস্যার কারণে সীমান্ত বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। এখনো আকিয়াব-ইয়াঙ্গুন বন্দর দিয়ে পণ্য সামগ্রীক আসা বন্ধ থাকায় স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এরমধ্যে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে ৯ দিনের জন্য বন্দর ছুটি শুরু হচ্ছে শুক্রবার থেকে।

এ ব্যাপারে টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের টেকনাফের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সরকারি সত্ত্বেও ব্যবসায়ীদের স্বার্থের কথা বিবেচনা করে বিশেষ ব্যবস্থায় মালামাল স্থলবন্দর থেকে সরবরাহের জন্য বিশেষ শ্রমিক মজুদ রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়