শিরোনাম
◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড ◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ কাতার একা নয়, তাদের পাশে আছে পুরো আরব ও ইসলামি বিশ্ব: আরব লীগ ◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৫, ১০:০৩ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্রব্য মূল্য এখনো মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে আসেনি : খায়রুল কবির খোকন 

সানজিদা রুমা, নরসিংদী প্রতিনিধি : বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, দ্রব্য মূল্য এখনো মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে আসেনি। এখনো সিন্ডিকেট রয়ে গেছে। ৭২ শতাংশ মানুষ এখনো পুষ্টিকর খাবার কিনে খেতে পারে না। ৪২ শতাংশ মানুষ এখনো দারিদ্র্য সীমার নিচে রয়েছে। ৩৫ শতাংশ মানুষ এখনো দু বেলা খায়। এই পরিস্থিতি থেকে উত্তরনের জন্য প্রয়োজন জনগনের ভোটে নির্বাচিত সরকার। বিগত সৈরাচারী সরকার জনগণের টেক্সের ২৭ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। এই টাকা বাংলাদেশে থাকলে এ দেশের মানুষের উপকার হতো। এই দেশের জনগন এই ভূখণ্ডের মালিক। তারাই ভোটের মাধ্যমে ঠিক করবেন একটি জনবান্ধন সরকারের। যেখানে মানুষের অর্থনৈতিক মুক্তি মিলবে।
তাই বর্তমান সরকারকেই একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচনের ব্যবস্থা করে দিতে হবে।  যেখানে মানুষ তার অধিকার ফিরে পাবে নিজের ভোট নিজে দিতে পারবে।
 
বৃহস্পতিবার (২৭ মার্চ ) বিকালে নরসিংদী আন্ত:জেলা বাসটার্মিনালে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজিত অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসাইন বিদ্যুত, চেম্বারের পরিচালক আওলাদ হোসেন মোল্লা প্রমুখ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়