শিরোনাম
◈ ভারত বাংলাদেশে পুশ ইন করছে, কোথায় খোদা বখস, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, প্রশ্ন করেছেন রিজভী ◈ সরকার পুঁজিবাজার সংস্কারে আনবে বিদেশি বিশেষজ্ঞ , পাঁচ নির্দেশনা ◈ নতুন সংবিধান প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার: আসিফ নজরুল ◈ নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি রেজাউল ◈ সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়া যাবে যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অধ্যাদেশ জারি ◈ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ (ভিডিও) ◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৪, ০৭:৩১ বিকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পীরগঞ্জে জমির মামলার জের ধরে বাড়িঘর ভাংচুর বিষ দিয়ে মাছ নিধন

আজাদুল ইসলাম আজাদ পীরগঞ্জ রংপুর প্রতিনিধি  : রংপুরের পীরগঞ্জে মামলার জের ধরে বাড়ি-ঘর ভাংচুর পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, পাল্টাপাল্টি অভিযোগ। মঙ্গলবার উপজেলার কাবিলপুর ইউনিয়নের জামির বাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটেছে। 

গত কয়েকবছর ধরে বসতবাড়ির জমি নিয়ে ইউনিয়ন পরিষদসহ আদালতে মামলা মোকদ্দমা চলমান রয়েছে। ভাইভাই এর মধ্যে দন্ড নিরসনের চেষ্টা করলেও ছাড় দিতে রাজি নন কেউ। 

জামির বাড়ি গ্রামের আয়নাল মিয়ার ছেলে এনামুল হক বলছেন,  চাচাতো ভাই নজরুল ইসলাম ও লতিফ মিয়ার নির্দেশে তার দুটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছে। এতে তার প্রায় ৩ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। এছাড়াও তার জমির প্রায় শতাধিক চারা গাছ উপড়ে ফেলে এবং জমিতে  যাতায়াতের রাস্তা রাখেনি তারা। পুকুর এবং জমিতে হয়রানি হয়ে যাতায়াত করতে হয়। 

একই গ্রামের মৃত আলিম উদ্দিন এর ছেলে নজরুল ইসলাম ও লতিফ মিয়ার পরিবার সূত্রে জানাযায়, তাদের বসতবাড়ির জমি নিয়ে আদালতে মামলা চলছে। বিজ্ঞ আদালতের ফয়সালার অপেক্ষায় রয়েছেন তারা। এদিকে সোমবার রাত ১০ ঘটিকায় আয়নাল মিয়ার পক্ষের ৪০/৫০ জন লোকজন এসে বাড়ি ভাংচুরকরে আগুন দেয়। গোয়াল ঘর থেকে দুটি গরু নিয়ে যায়। বিষয়টি নিয়ে অই রাতেই তারা থানা পুলিশকে অবগত করেন। 

স্থানীয় লোকজন বলছেন, দীর্ঘদিনের পারিবারিক দন্ডের বিষটি না মিটিয়ে এখন জমির উপর তোরজোর করা হচ্ছে। তাদের এ বিষয়টি নিয়ে একাধিকবার বৈঠক হয়। উক্ত বৈঠকে কেউ কারোই কথা শুনতেন না, যে কারনে এখন আদালতের উপর নির্ভর করছে তারা। 

কাবিলপুর ইউনিয়নের বিট অফিসার এসআই মমতাছির হাসান এর সাথে কথা হলে তিনি বলেন এ বিষয়ে দু পক্ষের অভিযোগ পেয়েছি মৌখিক ভাবে। লিখত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়