শিরোনাম
◈ বাজারভিত্তিক বিনিময় হার চালুর দ্বিতীয় দিনেও ডলারের দাম স্থিতিশীল ◈ গত নয় মাসে গণমাধ্যম ভোগ করছে অভূতপূর্ব স্বাধীনতা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব (ভিডিও) ◈ কাশ্মীর ইস্যু নি‌য়ে আ‌লোচনায় বস‌তে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ◈ বাংলাদেশের ১০ জন কাবা‌ডি খেলোয়াড় চায় ভারত ◈ সোহরাওয়ার্দী উদ্যানের শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দিলো দক্ষিণ সিটি (ভিডিও) ◈ কাস্টমসের কলম বিরতিতে বেনাপোল বন্দরে অচলাবস্থা ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, আসছে কয়েক লাখ নতুন নিয়োগের সুযোগ ◈ সাড়ে তিন বছর পর আদালতের রায়ে বিজয়ী ঘোষণা, মোটরসাইকেল শোভাযাত্রায় এলাকাজুড়ে উৎসব জামায়াত নেতার ◈ কাকরাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উত্তাল আন্দোলন, ২৫টি বাসে শিক্ষক-শিক্ষার্থী যোগদান ◈ ভাতা তালিকায় যুক্ত হচ্ছে লাখো নতুন সুবিধাভোগী, বাদ পড়বেন অযোগ্যরা

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৪, ০৯:২২ রাত
আপডেট : ১৩ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে পালানোর সময় শ্রমিক লীগ নেতা আটক

ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় শ্রমিক লীগের এক নেতাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। রোববার (২৫ আগস্ট) দুপুরে মহেশপুরের খোসালপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে মহেশপুর ৫৮ বিজিবির হাতে সোপর্দ করা হয়।


আটক ব্যক্তির নাম শরীফ আহম্মেদ (চাঁদ)। তিনি জেলার হরিণাকুণ্ডু উপজেলার রামনগর গ্রামের আজিবর রহমানের ছেলে। শরীফ স্থানীয় তাহেরহুদা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।


খোসালপুর এলাকার বাসিন্দা সূত্রে জানা গেছে, শরিফ আহম্মেদ চাঁদ নামের ওই ব্যক্তি দুপুরে খোসালপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। গ্রামবাসীর কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা তাঁকে আটক করেন। পরে বিজিবির খোসালপুর ক্যাম্পে তাকে সোপর্দ করা হয়েছে। জীবনের ভয়ে ওই ব্যক্তি ভারতে পালিয়ে যাচ্ছিলেন বলে তিনি গ্রামবাসীকে জানান।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, তিনি বিষয়টি শুনেছেন। তবে বিজিবির পক্ষ থেকে এখনো কোনো বার্তা পাননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়