শিরোনাম
◈ নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি রেজাউল ◈ সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়া যাবে যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অধ্যাদেশ জারি ◈ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ (ভিডিও) ◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি ◈ ভারত-পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সমস্যা সমাধানে কাজ করব: ট্রাম্প ◈ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৪, ০৩:৩৭ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর সড়কে শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে ছাত্রজনতা 

হারুন-অর-রশীদ, ফরিদপুর: ফরিদপুরে শৃঙ্খলা রক্ষায় পুলিশের ট্রাফিকের দায়িত্ব পালন করছে ছাত্রজনতা। 

বুধবার (৭ আগস্ট)  সকাল ১১ টায় শহরের বিভিন্ন মোড়ে দেখা যায় শৃঙ্খলা রক্ষায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে ছাত্ররা ও বিভিন্ন সংগঠনের সেচ্ছাসেবীরা।

শহরের ব্যস্ততাপূর্ণ ভাঙ্গা রাস্তার মোড়ে দায়িত্বে থাকা সোহান (২৬) নামে এক সেচ্ছাসেবী বলেন, আমরা দেশকে মুক্ত করেছি এবং দেশের শৃঙ্খলা রক্ষায় ট্রাফিকের দায়িত্ব পালন করছি। আমরা এখানে ১০ জন দায়িত্ব পালন করছি এবং অন্যান্য প্রত্যেক মোড়ে ৩ জন করে দায়িত্ব পালন করছে এবং আমাদের সাথে কিছু আনসার সদস্যও রয়েছে। 

সোহান আরও বলেন, তিনি  ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা সম্পন্ন করেছেন তবে এখনও ফলাফল প্রকাশিত হয়নি।

এদিকে পীর সাহেব চরমোনাই'র পক্ষ থেকে দায়িত্বে থাকা মো. ফরহাদ শেখ বলেন, সম্প্রতি বাংলাদেশ পুলিশ যেহেতু কর্মবিরতি পালন করছে তাই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় আমরা সকাল ৮ টা থেকে দায়িত্ব পালন করছি। সাধারণ জনগণ ও আমাদের সার্বিক সহযোগিতা করছে।

প্রসঙ্গ, গত ০৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন আ'লীগের সভাপতি শেখ হাসিনা। ফলে উৎসুক জনতা দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করে। এসময় দেশের বিভিন্ন থানা ও পুলিশ উপর হামলার ঘটনাও ঘটে। ফলে সারাদেশ কর্মবিরতি পালন করছে বাংলাদেশ পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়