শিরোনাম
◈ নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি রেজাউল ◈ সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়া যাবে যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অধ্যাদেশ জারি ◈ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ (ভিডিও) ◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি ◈ ভারত-পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সমস্যা সমাধানে কাজ করব: ট্রাম্প ◈ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৪, ০২:২৭ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাউজানে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ 

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম): রাউজান উপজেলার উত্তর ও দক্ষিণ প্রান্তে আনন্দ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। তারা নিজেদের উপর অত্যাচার ও নিপীড়নের ঘটনা তুলে ধরে বক্তব্য রাখেন।

দীর্ঘ দেড় যুগ ধরে বাড়িছাড়া থাকা, বুকে চেপে রাখা বেদনার স্মৃতি। কেউ কেউ বলছেন, মৃত মা-বাবার মুখ শেষবারের মতো দেখার জন্য বাড়িতে আসার সুযোগ হয়নি। 

জানিয়েছেন, কীভাবে মাঠ-ঘাটে কাজে থাকা অবস্থায় পুলিশ দিয়ে উঠিয়ে নিয়ে ভাঙা অস্ত্র হাতে ধরিয়ে দিয়ে মিথ্যা মামলায় দিয়ে জেল খাটিয়েছেন। সবার অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশকে ব্যবহার করে তাদের নির্যাতন করেছেন। 

মঙ্গলবার উপজেলার সদরে ও নোয়াপাড়া পথের হাটে বিএনপির দুটি আনন্দ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা এসব নির্যাতনের তুরে ধরেন। 

নোয়াপাড়া পথের হাটে সভাপতিত্ব করেন বিএনপি নেতা শামশুল হক বাবু। ইউছুপ তালুকদারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফিরোজ আহমদ। বক্তব্য রাখেন চেয়ারম্যান আবুল বশর, আজিজুল হক, একরাম মিয়া, সরফত উল্লাহ বাবুল, মাসুদ আলম, জানে আলম, মোজাহেদুল আলম, সেলিম উদ্দিন, গিয়াস উদ্দিন, মোহাম্মদ তৈয়বুল ইসলাম। অপরদিকে গহিরা চৌমুহনী, নোয়াজিষপুর, চিকদাইর ও হলদিয়া ইউনিয়নে বিএনপির সমাবেশ ও আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা। এখানে বক্তব্য রাখেন বিএনপি নেতা মহিউদ্দিন জীবন, দিদারুল আলম, মাসুদুর আলম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়