শিরোনাম
◈ গেজেট হলেই ৬১ আসনের সীমানা নির্ধারণ: ইসি সচিব ◈ ভারতের হামলার জবাব দেওয়ার অনুমতি পেল পাকিস্তান সেনাবাহিনী ◈ ভারত-পাকিস্তান যু‌দ্ধের কার‌ণে চলমান আইপিএল বন্ধ হ‌বে না:  বিসিসিআই ◈ ‌ক্রিকেট দ‌লের পা‌কিস্তান সফর নি‌য়ে বিপা‌কে প‌ড়ে‌ছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড ◈ ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন সাবেক ডিবিপ্রধান রেজাউল মল্লিক ◈ কিছু মৌলিক জায়গায় আমাদের ঐকমত্যে আসতে হবে : অধ্যাপক আলী রীয়াজ ◈ ভারত-পাকিস্তান সংঘাতে বাংলাদেশে প্রভাব পড়বে না: খলিলুর রহমান ◈ চলমান ভারত পাকিস্তান যুদ্ধ: বাংলাদেশগামী ৩ আন্তর্জাতিক ফ্লাইটের রুট পরিবর্তন ◈ পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে নিহতের সংখ্যা কত? যা জানা গেলে ◈ পা‌কিস্তা‌নে পিএসএলে খেলতে যাওয়া রিশাদ ও নাহিদের নিরাপত্তা সবার আগে: বিসিবি

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৪, ০৯:২৯ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে শিক্ষার্থীদের ঘন্টাব্যাপী অবরোধ

প্রতিকী ছবি

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ: [২] বৃষ্টি উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে গণমিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে  শিক্ষার্থীরা। শুক্রবার বিকালে ৫ টার দিকে পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে।

[৩] চাঁপাইনবাবগঞ্জ শহরের পিটিআই মোড় ও শিবতলা এলাকায় শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেয়। সেখানে সরকার বিরোধী বক্তব্যের পাশাপাশি বিভিন্ন প্রতিবাদী শ্লোগান দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা ।

[৪] এ সময় মহাসড়কের দু’ ধারে বেশ কিছু যান আটকা পড়ে। প্রায় ঘন্টাখানেক পর ৬ টার দিকে পুলিশের কর্মকর্তারা শিক্ষার্থীদের বুঝালে সেখান থেকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এ সময় আটকে পড়া যানগুলো চলাচলা শুরু করে।

[৫] এর আগে বিকাল ৪ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেন খাঁ মোড়ে থেকে গণমিছিল বের করে শিক্ষার্থীরা। পরে গণমিছিলটি শান্তিমোড় ও বড় ইন্দারা মোড়ে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন। কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করেই  শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের পিটিআই এলাকায় যায় এবং সেখানে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক অবরোধ করে।

[৬] এদিকে কর্মসূচিকে ঘিরে শান্তিমোড় এলাকায় সেনা সদস্যসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাড়ি টহল দেয়। এ ছাড়াও শহরের ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়