চলমান ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে বাংলাদেশগামী তিনটি আন্তর্জাতিক ফ্লাইটের রুট পরিবর্তন করা হয়েছে। আজ বুধবার (৭ মে) ভোরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা ঝুঁকির কারণে এই রুট পরিবর্তন করা হয়।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এক বিবৃতিতে জানান, রুট পরিবর্তন হওয়া ফ্লাইটগুলো ছিল টার্কিশ এয়ারলাইন্স, জাজিরা এয়ারওয়েজ ও কুয়েত এয়ারওয়েজের।
তুরস্ক থেকে ঢাকা অভিমুখী টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে ওমানের মুসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
জাজিরা এয়ারওয়েজের একটি ফ্লাইট দুবাইয়ে অবতরণ করে এবং অন্য ফ্লাইটটি কুয়েতে ফিরে যায়।
গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম আরও জানান, রুট পরিবর্তনের পর ফ্লাইটগুলো আজ সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে শুরু করেছে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে বলেও তিনি উল্লেখ করেন।