শিরোনাম
◈ নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকবেন মালির অস্থায়ী প্রেসিডেন্ট! ◈ ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক টানাপোড়েনে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, বিপাকে দুই দেশের বাণিজ্য ◈ আগামী সাত মাস বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ: চট্টগ্রাম বন্দর পরিকল্পনায় বড় সম্ভাবনার ইঙ্গিত প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ◈ কী ‘উদ্দেশ্যে’ গাবতলীর হাট ইজারা বাতিল? ◈ সুনামগঞ্জে ৯০টি ভারতীয় গরুর চালান আটক  ◈ ইউ‌রোপা লি‌গে জি‌তে গে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ টেকনাফ থেকে সেন্টমার্টিনে মালামাল পাঠানোর নামে ৪০০ বস্তা সিমেন্ট মিয়ানমারে পাচার, ট্রলারসহ তিন মাঝিমাল্লা নিখোঁজ ◈ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে শ‌নিবার ঢাকায় সমা‌বেশ হেফাজতের ◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০২:০৭ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরসরাইয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কমপ্লিট শাটডাউন

এএইচ সেলিম, মিরসরাই: চলমান কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে চলছে ‘কমপ্লিট শাটডাউন’। এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে অন্যদিনের তুলনায় যান চলাচল কমেছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকেই স্থানীয় রুটে চলাচল করা সীমিত সংখ্যক বাস, ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল করতে দেখা গেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান।

সরেজমিনে দেখা গেছে, আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে দূরপাল্লার কোনো গণপরিবহন চলাচল করছে না। মাঝে মধ্যে স্থানীয় রুটে চলাচল করা কিছু বাস চলাচল করতে দেখা গেছে। সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে সকাল থেকে অফিসগামী মানুষেরা পড়েছেন চরম ভোগান্তিতে।

মিরসরাই সদরে গাড়ির জন্য অপেক্ষা করা ব্যাংক কর্মকর্তা মেজবাউল আলম বলেন, অফিসে যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে সকালে প্রায় ১ ঘণ্টা অপেক্ষার পর গাড়ি পেয়েছি। তাও বাসের ভেতর একজনের স্থলে তিনজন দাঁড়িয়েছে। অথচ অন্যদিন ৫ থেকে ১০ মিনিট অপেক্ষার পর গাড়ি চলে আসে।

অপরদিকে উপজেলার বারইয়ারহাটে মহাসড়ক অবরোধ করে ছাত্রদের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলেও বুধবার রাত ১টার দিকে তা স্থগিত করা হয়েছে। অন্যদিকে কর্মসূচির ঘোষণা দিয়েছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও উপজেলা ছাত্রলীগ।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম ও জোরারগঞ্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সতর্ক পাহারায় রয়েছেন। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অন্যদিনের তুলনায় মহাসড়কে যান চলাচল কিছুটা কম বলে জানান তারা।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়