শিরোনাম
◈ নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকবেন মালির অস্থায়ী প্রেসিডেন্ট! ◈ ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক টানাপোড়েনে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, বিপাকে দুই দেশের বাণিজ্য ◈ আগামী সাত মাস বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ: চট্টগ্রাম বন্দর পরিকল্পনায় বড় সম্ভাবনার ইঙ্গিত প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ◈ কী ‘উদ্দেশ্যে’ গাবতলীর হাট ইজারা বাতিল? ◈ সুনামগঞ্জে ৯০টি ভারতীয় গরুর চালান আটক  ◈ ইউ‌রোপা লি‌গে জি‌তে গে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ টেকনাফ থেকে সেন্টমার্টিনে মালামাল পাঠানোর নামে ৪০০ বস্তা সিমেন্ট মিয়ানমারে পাচার, ট্রলারসহ তিন মাঝিমাল্লা নিখোঁজ ◈ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে শ‌নিবার ঢাকায় সমা‌বেশ হেফাজতের ◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০১:১৯ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, রণক্ষেত্র চট্টগ্রাম

শহিদুল ইসলাম, চট্টগ্রাম: [২] কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে দক্ষিণ চট্টগ্রামের প্রবেশপথ শাহ আমানত সেতু এলাকায়। 

[৩] বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। এর আগে সকাল ১০টার দিকে আন্দোলনকারীরা সড়ক বসে বিভিন্ন রকম স্লোগান দেন। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে পুলিশকে লক্ষ করে ইটের টুকরো ছুঁড়ে মারেন আন্দোলনকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোঁড়ে পুলিশ। 

[৪] এর আগে ওই এলাকায় যানবাহন চলাচল করলেও বিক্ষোভ শুরুর পর তা বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। 

[৫] বিক্ষোভে যোগ দেওয়া চবি শিক্ষার্থী মো. আলী বলেন, ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে তারা প্রায় ৫০০ জন সেখানে জড়ো হয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

[৬] সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) মো. আশরাফুল আলম বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে জামায়াত-শিবিরের কর্মীরা সেখানে অবস্থান নেওয়ার তথ্য আছে। নাশকতা এড়াতে পুলিশ সেখানে আছে।

[৭] এদিকে একই সময় চট্টগ্রামের আরেক প্রবেশপথ সিটিগেট এলাকায় সড়কের উপর বসে আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে তারা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করেন। তখন পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনকারীদের সরিয়ে দেয়।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়