শিরোনাম
◈ নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকবেন মালির অস্থায়ী প্রেসিডেন্ট! ◈ ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক টানাপোড়েনে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, বিপাকে দুই দেশের বাণিজ্য ◈ আগামী সাত মাস বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ: চট্টগ্রাম বন্দর পরিকল্পনায় বড় সম্ভাবনার ইঙ্গিত প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ◈ কী ‘উদ্দেশ্যে’ গাবতলীর হাট ইজারা বাতিল? ◈ সুনামগঞ্জে ৯০টি ভারতীয় গরুর চালান আটক  ◈ ইউ‌রোপা লি‌গে জি‌তে গে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ টেকনাফ থেকে সেন্টমার্টিনে মালামাল পাঠানোর নামে ৪০০ বস্তা সিমেন্ট মিয়ানমারে পাচার, ট্রলারসহ তিন মাঝিমাল্লা নিখোঁজ ◈ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে শ‌নিবার ঢাকায় সমা‌বেশ হেফাজতের ◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ০৭:৫৬ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনার আলোচিত কৃষকলীগ নেত্রী হালিমা রহমান দল থে‌কে ব‌হিষ্কার

জাফর ইকবাল, খুলনা: [২] খুলনার খা‌লিশপু‌রে ধর্ষন ও মাদক মামলার আসামী‌দের ছি‌নি‌য়ে নেয়া, পু‌লি‌শের কা‌জে বাধা দেয়ার অ‌ভি‌যো‌গে আটক আলো‌চিত কৃষকলীগ নেত্রী হা‌লিমা রহমান‌কে কৃষকলী‌গের কেন্দ্রীয় ক‌মি‌টির সাংস্কৃ‌তিক সম্পাদক পদ থে‌কে ব‌হিস্কার করা হ‌য়ে‌ছে। র‌বিবার কৃষকলীগ কেন্দ্রীয় ক‌মি‌টির দপ্তর সম্পাদক রেজাউল ক‌রিম রেজা স্বাক্ষ‌রিত এক প‌ত্রে এ ব‌হিস্কারের নি‌র্দেশ দেয়া হয়। 

[৩] গত ১১ জুলাই রাত সা‌ড়ে ১১টায় হা‌লিমা রহমা‌নের বহুতল বি‌শিষ্ট ভব‌নে মাদক ও ধর্ষনকারী সহ একাধীক মামলার আসা‌মিরা আত্ম‌গোপন ক‌রে ছিল, এমন অভিযো‌গে খা‌লিশপুর থানার ওসি মোঃ আ‌নোয়ার হো‌সে‌নের নের্তৃ‌ত্বে পু‌লি‌শের এক‌টি টিম হা‌লিমা রহমা‌নের বাসায় অভিযান চালা‌তে গে‌লে হা‌লিমাসহ বেশ কিছু হিজড়া ও ক‌র্মি সমর্থকরা পু‌লি‌শের ওপর হামলা চা‌লি‌য়ে একজন আসামী ছি‌নি‌য়ে নেয়। 

[৪] প্রায় ১ ঘন্টা ভব‌নের লিফ‌টে পু‌লিশ টিম‌কে আটকে রাখা হয়। প‌রে পু‌লি‌শের উর্দ্ধতন কর্মকর্তা এসে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনায় তিনজন পু‌লিশ সদস‌্য আহত হয়। এ ঘটনায় হা‌লিমা রহমানসহ ১৫ জন‌কে আটক ক‌রে পু‌লিশ। সরকা‌রি কা‌জে বাধা দেয়ার অভি‌যো‌গে মামলায় ১ নং আসামী করা হয় হা‌লিমা রহমানকে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়