শিরোনাম
◈ ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করলো সরকার ◈ রাজধানীতে ৯ স্থানে সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা ◈ বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন উপদেষ্টা আসিফ নজরুল (ভিডিও) ◈ উপদেষ্টা মাহফুজের মাথায় কিভাবে বোতল পড়ল, যা বললেন সেই শিক্ষাথী ◈ জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কল্যাণে আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন ◈ টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা, বাংলা‌দেশ পা‌বে ৮ কো‌টি ৭৫ লাখ টাকা ◈ ভারতে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী পুশ-ইন,  কুড়িগ্রামে আটক ৫ ◈ চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সুনির্দিষ্ট রূপ দিতে চায় কমিশন : অধ্যাপক আলী রীয়াজ  ◈ পূর্ণ দিবস ধর্মঘট ঘোষণা, ঢাবির একাডেমিক-প্রশাসনিক ভবনে তালা ◈ মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম না কমালে কঠোর হবে সরকার: ফয়েজ আহমদ

প্রকাশিত : ১৫ মে, ২০২৫, ১০:২৮ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

হজযাত্রীদের লাগেজে অবৈধ মালামাল, ফের সতর্ক করল মন্ত্রণালয়

বাংলাদেশ থেকে হজ ফ্লাইট অব্যাহত আছে। প্রতিদিনই হজযাত্রীরা যাচ্ছেন। হজযাত্রীদের লাগেজে অবৈধ কিছু বহন না করার সতর্কতা আগেই জারি করা হয়েছে। নতুন করে মন্ত্রণালয় সেই সতর্কতা আরও জোরালোভাবে আরোপ করেছে।

বুধবার (১৪ মে) ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক স্বাক্ষরিত সতর্কীকরণ বার্তায় বলা হয়-হজ ২০২৫ সালে হজযাত্রীদের সৌদি আরবে গমন কার্যক্রম চলমান রয়েছে। হজ এজেন্সির মাধ্যমে গমনকৃত হজযাত্রীর লাগেজে অননুনোমদিত/অবৈধ মালামাল (বিড়ি, সিগারেট, তামাকপাতা, গুল, জদ্দা, চুন, শুটকি ও প্রেসক্রিপশন বিহীন ঔষধ ইত্যাদি) থাকার কারণে সৌদি আরবে এয়ারপোর্ট কর্তৃপক্ষ কর্তৃক লাগেজ আটক করা হচ্ছে।

বার্তায় বলা হয়, সম্প্রতি একটি এজেন্সি হজযাত্রীদের লাগেজে অবৈধ মালামাল যেমন তামাক ও গুলপাতা বহনের দায়ে অভিযুক্ত হয়েছে। গত ১৩ মে তারিখে BG 3317 ফ্লাইটে বেসরকারি ব্যবস্থাপনার একটি এজেন্সির দুটি লাগেজে ব্যাগভর্তি প্রেসক্রিপশনবিহীন ওষুধ পাওয়া গিয়েছে, যার মধ্যে ঘুমের ওষুধও রয়েছে। হজযাত্রীদের লাগেজে এরূপ অবৈধ মালামাল বহন দণ্ডনীয় অপরাধ এবং এ কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এছাড়াও হজযাত্রীগণ অবৈধ মালামাল বহনের কারণে বিভিন্ন হয়রানির শিকার হচ্ছেন।

মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, বর্ণিতাবস্থায় হজ ফ্লাইটে অবৈধ দ্রব্য/মালামাল বহন না করার বিষয় নিশ্চিতকরত হজযাত্রীদের সতর্ক করার জন্য নির্দেশক্রমে পুনরায় অনুরোধ করা হলো। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিষয়টি অতীব জরুরি বলে উল্লেখ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়