শিরোনাম
◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা ◈ ৫ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আগামীকাল ◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৬ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবিতে মানবাধিকার বিষয়ক ইন্টারেক্টিভ সেশন আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান ভবনের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে ‘মানবাধিকার রক্ষায় যুবসমাজকে ক্ষমতায়ন’ শীর্ষক একটি ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত হয়েছে। 

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ এবং ‘আমরা নারী’ যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করছে।

সেশনে বক্তব্য দেন- কাজী জিয়া উদ্দিন, ডিআইজি, এইচ আর, বাংলাদেশ পুলিশ, যিনি মানবাধিকার শিক্ষার উপর মূল বক্তব্য প্রদান করেন। ড. সাজ্জাদ সিদ্দিকী, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগ, যিনি সেশনটির সভাপতিত্ব করেন।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান ভবনের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে ‘মানবাধিকার রক্ষায় যুবসমাজকে ক্ষমতায়ন’ শীর্ষক একটি ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত হয়েছে। 

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ এবং ‘আমরা নারী’ যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করছে।

সেশনে বক্তব্য দেন- কাজী জিয়া উদ্দিন, ডিআইজি, এইচ আর, বাংলাদেশ পুলিশ, যিনি মানবাধিকার শিক্ষার উপর মূল বক্তব্য প্রদান করেন। ড. সাজ্জাদ সিদ্দিকী, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগ, যিনি সেশনটির সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বক্তা হিসাবে আলোচনা করেন সাইফুদ্দিন আহমেদ, প্রক্টর এবং সহযোগী অধ্যাপক, পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগ; তানিমা মেগডালিনা কোরায়া , প্রভাষক, পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগ; সৈয়দ জুলফিকার জহুর, ইসলামি স্কলার এবং খতিব, বারিধারা মসজিদ, যিনি মানবাধিকার বিষয়ক নৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এম এম জাহিদুর রহমান বিপ্লব, আমরা নারীর প্রতিষ্ঠাতা, সেশনটি পরিচালনা করেন এবং যুব সমাজকে মানবাধিকার নিয়ে অর্থবহ আলোচনায় যুক্ত করেন।

অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল শিক্ষার্থী ও যুব সমাজকে মানবাধিকার সম্পর্কে সচেতন করা এবং সমাজে ন্যায়বিচার ও অন্তর্ভুক্তির সংস্কৃতি গড়ে তুলতে অনুপ্রাণিত করা। সেশনটিতে ছাত্র-ছাত্রী, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, এবং মানবাধিকারকর্মীদের মধ্যে মতবিনিময় ও আলোচনা হয়। গণমাধ্যমের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে মানবাধিকার প্রচারের আহ্বান জানানো হয়।

আমরা নারী, যা নারীর ক্ষমতায়ন ও সমতা প্রচারে নিবেদিত একটি অরাজনৈতিক, অলাভজনক সংস্থা, এই উদ্যোগের আয়োজন করেছে। এর সহযোগী সংস্থা আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সমাজে মানবাধিকার, শিক্ষা, স্বাস্থ্য, এবং নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়