শিরোনাম
◈ ভিসায় তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রে প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা ◈ পাকিস্তান সিরিজের জন্য মিরপুরে ১০ লাখ টাকার ‘বাঁশ’! ◈ লাইভে ক্ষমা চাওয়ার দু’দিন পর ‍নিষিদ্ধ আ. লীগ নেতার মৃত্যু ◈ আকাশসীমা পুরোপুরি খুলে দিল ইরান ◈ ৬৫০ জন স্টান্টম্যানদের পাশে অক্ষয় কুমার, যে উদ্যোগ নিলেন! ◈ সাকিব ভা‌লো খেল‌লেও জেতা‌তে পা‌রেন‌নি মায়ামিকে ◈ ফিট না থাকলে খেলার কি দরকার? বুমরাহকে নিয়ে দিলীপ ভেঙ্গসরকারের বির‌ক্তি প্রকাশ ◈ গোপালগঞ্জের ঘটনায় এক সেনা সদস্যকে নিয়ে অপপ্রচার: ফ্যাক্টওয়াচ ◈ বিশ্ব অস্ত্রবাজারে দ্রুত উঠে আসছে যেই দেশ, যুক্তরাষ্ট্রকেও সামনে টেক্কা দিবে! ◈ বিদেশি নির্বাচনে মতামত না দিতে কূটনীতিকদের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৫, ০২:৫৭ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

"আমি মরে গেলে দুঃখ নাই, আল্লাহর ওয়াস্তে আগে আমার হেল্পারকে বাঁচান ভাই" ভিডিও ভাইরাল

আমি মরে গেলে দুঃখ নাই, আল্লাহর ওয়াস্তে আগে আমার হেল্পারকে বাঁচান ভাই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও তুমুল ভাইরাল হয়। যা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য আবেগঘন এক হৃদয়বিদারক পরিবেশের জন্ম দিয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়,এক্সিডেন্টের পর রক্তাক্ত অবস্থায় দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের ভিতরেই চাপা পড়ে আর্তনাদ করছেন চালক। মুখে তার কষ্ট আর যন্ত্রণার ছাপ স্পষ্ট, তবুও নিজের প্রাণের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন সহকর্মীকে। বারবার বলছেন “আমি মরে গেলে দুঃখ নাই, আল্লাহর ওয়াস্তে আগে আমার হেল্পারকে বাঁচান ভাই।

ট্রাকের একপাশে রক্তাক্ত অবস্থায় চাপা পড়েছেন চালক। তাকে ঘিরে জড়ো হয়েছেন স্থানীয়রা। কেউ পানি দিতে চাইছেন, কেউ ফোন করছেন অ্যাম্বুলেন্সে। এর মধ্যেই চালকের কণ্ঠে উঠে আসে ব্যথাভরা মানবিক আকুতি। ভাই, আমার হেল্পারকে আগে দেখেন। ও তো নড়ছে না আমি থাকি না থাকি, ওরে বাঁচান প্লিজ” “আমি মরে গেলে দুঃখ নাই, আল্লাহর ওয়াস্তে আগে আমার হেল্পারকে বাঁচান।”

জানা যায়, এটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকার ঘটনা। এই হৃদয়বিদারক দৃশ্য ধরা পড়ে এক পথচারীদের মোবাইল ক্যামেরায়, যা এখন ভাইরাল সামাজিক মাধ্যমে। দুর্ঘটনা প্রসঙ্গে জানা যায়, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। চালক ও হেল্পার উভয়ে মারাত্মকভাবে আহত হন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়