শাহীন খন্দকার: [১] এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৮ হাজার ৫৮৮ জন। মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৯১ জন ।
[২] রবিবার (৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ৫৯২ জন।
[৩] এছাড়া নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৯৫ জনের। এখন পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ১ কোটি ৫৬ লাখ ৬৪ হাজার হাজার ৬৭৯ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ২১ শতাংশ।
[৪] একদিনে শনাক্তের হার ৬ দশমিক ২২ শতাংশ আর মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮ শতাংশ। আর সুস্থ্য হয়েছে ৯৮ দশমিক ৩৯ শতাংশ আর মৃত্যু হয়েছে, ১ দশমিক ৪৪ শতাংশ। সম্পাদনা: সমর চক্রবর্তী
এসকে/এসসি/এসবি২