শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৩ জুন, ২০২২, ০৯:৫৮ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২২, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বেজুড়ে করোনায় সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যু

দৈনিক সংক্রমণের শীর্ষে জার্মানি, মৃত্যুতে যুক্তরাষ্ট্র

কোভিড আক্রান্ত রোগী

মাজহারুল ইসলাম: আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া তথ্যানুযায়ি, বৃহস্পতিবার (২৩ জুন) সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ৭ লাখ ৬ হাজার ৯৬৬ জন এবং এ সময়ে মৃত্যু হয়েছে আরো ১ হাজার ৫১৯ জনের। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে তিন শতাধিক এবং নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় পাঁচ হাজার।

একই সময়ে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে আর দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, তাইওয়ান, জার্মানি, যুক্তরাজ্য, রাশিয়া ও ফ্রান্স। 

বিশ্বজুড়ে দৈনিক হিসাবে জার্মানিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৭৬২ জন এবং মৃত্যু হয়েছে ১০৫ জনের। একই সময়ে উত্তর কোরিয়ায় সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ২৬০ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৭৩ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩৯০ জন এবং আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ৭৬৪ জন। ইতালিতে আক্রান্ত ৫৩ হাজার ৯০৫ জন এবং মৃত্যু হয়েছে ৫০ জনের। রাশিয়ায় আক্রান্ত ৩ হাজার ৫৮ জন এবং মৃত্যু হয়েছে ৬৬ জনের। 

ফ্রান্সে আক্রান্ত ৭৭ হাজার ৯৬৭ জন এবং মৃত্যু হয়েছে ৬৬ জনের। ব্রাজিলে মৃত্যু হয়েছে ১৭৬ জনের এবং আক্রান্ত ৭০ হাজার ২৮৫ জন। অস্ট্রেলিয়ায় মৃত্যু হয়েছে ৬২ জনের এবং আক্রান্ত ৩২ হাজার ৯৮৯ জন। কানাডায় নতুন কওে আক্রান্ত ৩ হাজার ৩১৭ জন এবং মৃত্যু হয়েছে ২৩ জনের। একই সময়ে জাপানে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯৯৮ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের। যুক্তরাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৩২ হাজার ৭২৭ জন এবং মৃত্যু হয়েছে ৭৭ জনের। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়