শিরোনাম
◈ মব–গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ, বেড়েছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফের প্রতিবেদন ◈ মাসব্যাপী বাণিজ্য মেলায় বিক্রি ৩৯৩ কোটি টাকা ◈ আর্থিক ধসের মুখে জাতিসংঘ, সদস্য দেশগুলোকে গুতেরেসের জরুরি চিঠি ◈ পরবর্তী প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের স্থান চূড়ান্ত, কাজ শুরু শিগগির ◈ জাইমা রহমানকে সামনে এনে কী বার্তা দিচ্ছে বিএনপি ◈ এ মৌসুমের জন্য শেষ হলো পর্যটকদের সেন্টমার্টিন যাত্রা, ফের ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা ◈ নির্বাচন ঘিরে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম ◈ ১২ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা না হলেই বুঝবো অসৎ কোনো উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস  ◈ যারাই বিভ্রান্ত করতে আসবে দেখামাত্র বলবেন, ‘গুপ্ত’ তোমরা: তারেক রহমান (ভিডিও) ◈ এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৩, ০৭:১০ বিকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৩, ০৭:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত 

করোনা ভাইরাস

শাহীন খন্দকার: গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ১৬ জন রোগী শনাক্ত হয়েছেন। আগের দিন এই সংখ্যা ছিল ৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৪৯৪ জন। আর এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪১ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার শুন্য দশমিক ৭৭ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৩ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৯১ হাজার ৭৯২ জন সুস্থ হয়ে উঠেছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে ৮৮৩টি পরীক্ষাগারে ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৮ জনের নমুনা সংগ্রহ এবং ২ হাজার ৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৫২ লাখ ৩৭ হাজার ৪৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচনায় এ পর্যন্ত ১৩ দশমিক ৩৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে প্রকাশ, এ পর্যন্ত সরকারি হাসপাতালে মারা গেছেন, ২৪ হাজার ৯৭০ আর বেসরকারি হাসপাতালে ৩ হাজার ৬৫৩ জন এবং বাসা-বাড়িতে ৭৮৩সহ  হাসপাতালে আসার পথে ৩৫ জন মারা গেছে।

এ ছাড়া ঢাকা বিভাগে মারা গেছে  ১২ হাজার ৯৪৪ জন চট্টগ্রাম ৫ হাজার ৯০৬ রাজশাহী ২ হাজার ১৬১, খুলনায় ৩ হাজার ৭৩৫, বরিশাল ৯৯৩, সিলেটে ১ হাজার ৩৬২, রংপুরে ১ হাজার ৪২৯ আর ময়মনসিংহে ৯১১ জনসহ সর্বমোট দেশে মারা গেছেন ২৯ হাজার ৪৪১ জন।

এদিকে এখন পর্যন্ত  দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৭৮৭ জন এবং নারী ১০ হাজার ৬৫৪ জন। নতুন শনাক্তের মধ্যে ঢাকা বিভাগে এক জনসহ অন্যান্য বিভাগে ১০ জন শনাক্ত হয়েছে।

এসকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়