শিরোনাম
◈ টি- টোয়েন্টি সিরিজ: টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত বাংলাদেশের ◈ ভারতে মন্দিরের কুপ বিধ্বস্তে মৃতের সংখ্যা ৩৫ ◈ মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও রুটের ৯স্টেশন চালু ◈ কৃষিসহ নানা খাতে সম্পর্ক জোরদারে কাজ করবে বাংলাদেশ-ফিলিপাইন ◈ রাশিয়ায় শিশুকন্যা যুদ্ধবিরোধী  ছবি আঁকায় বাবার কারাদণ্ড ◈ জলবায়ু ন্যায়বিচার ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদে ঐতিহাসিক প্রস্তাব গৃহীত ◈ ভারতের মধ্যপ্রদেশে রামনবমীর পুজা দিতে গিয়ে কুয়ায় পড়ে নিহত ১৩ ◈ ১২ জেলা ও ৩৯ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্য সেবা চালু  ◈ শিশুর নামে অসত্য লিখে স্বাধীনতাকে কটাক্ষ করা কি অপরাধ নয়: প্রশ্ন তথ্যমন্ত্রীর ◈ গণমাধ্যমের কণ্ঠ নিস্তব্ধ করার জন্য চূড়ান্ত দমন চালানো হচ্ছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২২, ০৬:০০ বিকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২২, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কর্তৃপক্ষের শ্রদ্ধা

শিশু হাসপাতালের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদিত 

কর্তৃপক্ষের শ্রদ্ধা

শাহীন খন্দকার: বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে শেখ রাসেল শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশুরা হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জনানো হয়েছে।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নামের পরিবর্তে শেখ রাসেল শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল নামে নামকরণের অনুমতি সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০ নভেম্বর অনুষ্ঠিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি বোর্ড সভায় পুনরায় উপস্থাপন করা হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নামের পরিবর্তে ‘শেখ রাসেল শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল’ নামে নামকরণের অনুমতি দেওয়া হয়েছে।  গত ৪ সেপেম্বর এ সংক্রান্ত সিদ্ধান্তের অনুলিপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের উপসচিব উম্মে হাবিবাকে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্রাস্ট কর্তৃক নাম পরির্বতনের অনুমোদন চিঠি হাতে পাওয়ার পর রোববার (৪ ডিসেম্বর) বাংলাদেশ শিশু  হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে হাসপাতালের চিকিৎসক, সেবিকাসহ কর্মকর্তা-কর্মচারিবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের প্রকৃতিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান। সম্পাদনা: খালিদ আহমেদ

এসকে/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়